অহংকারী ও দাম্ভিক না হয়ে বিনয়ী হোন

in আমার বাংলা ব্লগ2 years ago

man-5891130_1280.jpg
কপিরাইট ফটো সোর্স

আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। অহংকারী ও দাম্ভিক হওয়া অনেক সহজ। বিনয়ী হওয়া অনেক কঠিন। মানুষ মানুষের সাথে অহংকার করতে পারে দাম্ভিকতা দেখাতে পারে। কিন্তু বিনিয়োগ হতে হলে মানুষের অনেক পরিবর্তন হতে হয় এবং তার ভালো গুণগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয়। যে কেউ চাইলে বিনয়ী হতে পারে না। কারণ বিনয়ী হতে হলে সে মানুষটির মধ্যে অনেক গুণ থাকতে হবে।

অনেকে মনে করে অহংকারী ও দাম্ভিক হলে মানুষ আমাকে সম্মান দিবে এবং মানুষের সামনে আমি উঁচু মাথায় চলতে পারবো। আর বিনয়ী হলে মাথা নিচু করে চলতে হবে। এই কথাটি পরিপূর্ণ ভুল। বিনয় কখনো দুর্বলতা নয়। একটি মানুষ বিনয়ী হলে তার আচরণ সেটি প্রকাশ পায় এবং একটি মানুষ যদি অহংকারী ও দাম্ভিক হয় সেটিও তার আচরণে প্রকাশ পায়। তার প্রতিটি পদক্ষেপে মানুষ বুঝতে পারে সে একজন বিনয়ী মানুষ অথবা সে একজন অহংকারী বা দাম্ভিক মানুষ।

সর্বপ্রথম আমাদের জানতে হবে অহংকারী ও দাম্ভিক মানুষ কারা কাদের আচরণ অহংকারী ও দাম্ভিক মানুষদের মতো। যারা অংকারী মানুষ তারা মানুষকে সম্মান করে না। মানুষদের সাথে কথা বলার সময় অনেক খারাপ ব্যবহার করে। সব মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে। নিজের সুনাম নিজে করে বেড়ায়। মানুষের কথা শুনতে পছন্দ করেনা। কারো মতামত সে গ্রহণ করে না। নিজেকেই সে বড় মনে করে। নিজের মতামত বেশি প্রাধান্য দেয়। তাছাড়াও অনেক আচরণ আছে যেগুলো মানুষ দেখলেই বুঝা যায় সে মানুষটি অহংকারী

আর যারা বিনয়ী মানুষ তাদের আচরণ হবে এরকম যে মানুষের সাথে খুব সুন্দর করে কথা বলবে। সুন্দর ভাষায় কথা বলবে। তারা সব মানুষদেরকে সম্মান করবে ছোট বড় সবাইকে। নিজেকে নিয়ে কখনোই গর্ববোধ করবে না। নিজের সুনাম নিজে বলে বেড়াবে না। কাউকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না। তাদের প্রতিটি কাজ সুন্দর এবং তাদের ব্যবহার অনেক সুন্দর হবে।

নম্র ও ভদ্র মানুষদেরকে সবাই অনেক ভালবাসে আর অহংকারী ও দাম্ভিক মানুষদেরকে সবাই ঘৃণা করে। তাদেরকে ঘৃণা করার একটিমাত্র কারণ হলো তাদের খারাপ আচরণের জন্য ও খারাপ কর্মের জন্য। আর তাদেরকে ভালোবাসার ও একটি কারণ হলো তাদের ভালো আচরণের জন্য। তাই আমাদের প্রত্যেকেরই উচিত অহংকারী ও দাম্ভিকতা পরিত্যাগ করা ও বিনয়ী হওয়া। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আসলে অহংকারী ব্যাক্তিকে কখনো কেউ সন্মান করে না।ঠিক বলেছেন অহংকারীদের অহংকার যেমন তার আচরণে ফুঁটে ওঠে তেমনি বিনয়ী দেরও বিনয়ী তা তার আচরণে ফুঁটে ওঠে।ধন্যবাদ সুন্দর করে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে অহংকারী ও দাম্ভিক মানুষকে কেউ পছন্দ করেনা। যে সমস্ত মানুষের অত্যন্ত ভদ্র নম্র এবং বিনয়ী তারা সব সময় মানুষের কাছ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা পায়। তাই আমাদের সকলের উচিত ভদ্র ও বিনয়ী হওয়া। কারণ বিনয়ী মানুষকে সকলেই শ্রদ্ধা করে।