শীত সবার জন্য উপভোগ্য নয়

in আমার বাংলা ব্লগ2 years ago

man-1640460_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। শীতের মৌসুম আমাদের অনেক পছন্দের। কিন্তু যারা গরীব মানুষ আছে বা রাস্তার মধ্যে জীবন যাপন করেন তাদের জন্য এই শীত খুবই কষ্টদায়ক। আমরা আমাদের আরামদায়ক বিছানায় শুয়ে হয়তো শীত উপভোগ করতে পারি। কিন্তু যারা রাস্তায় ঘুমায় তাদের কাছে এই শীত উপভোগ্য নয়। শীতের সময় তাদের অনেক কষ্ট হয়।

আমরা যারা অনেক দামী দামী জামা কাপড় পড়ে শীতকে উপভোগ করি রাস্তার পাশে যারা ঘুমায় তাদের কাছে কম দামি জামা কাপড়ও থাকে না যা দিয়ে শীত নিবারণ করা যায়। আমরা অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেই যে শীত আমাদের খুবই ভালো লাগে। কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করুন তাদের কাছে শীত অনেক কষ্টদায়ক। আপনি তাদের কষ্ট তখনই বুঝতে পারবেন যখন আপনার এই সিচুয়েশন হয় যে শীতবস্তের কারণে আপনার শীত নিবারণ করতে পারবেন না ।

আমরা এই শীতের সময় চাইলেই ভালো কাজ করতে পারি। যাদের আর্থিক সামর্থ্য আছে তারা চাইলে আমাদের প্রতিবেশী এবং রাস্তার পাশে যে মানুষগুলো ঘুমায় তাদের জন্য শীতবস্তু কিনে দিতে পারি। হয়তো আপনার কাছে অত পরিমান টাকা নেই। কিন্তু আপনি চাইলে এক দুজন মানুষের ও শীতের জামা কাপড় কিনে দিতে পারেন। এটি আমাদের দ্বারা সম্ভব। আপনি খেয়াল করলে দেখতে পাবেন আপনার প্রতিবেশীদের মধ্যে অনেকেরই শীতের জামা কেনার টাকা থাকেনা তারা শীতে জামা পড়তে পারে না। তাদেরকে গোপনে আপনি জামা কাপড় কিনে নিতে পারেন যেন তারা শীট নিবারণ করতে পারে।

তাছাড়াও আমরা চাইলে আমাদের বাসায় পড়ে থাকা পুরাতন জামাকাপড় গুলো শীট নিবারণের জন্য রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের কে দিতে পারি। আমাদের অনেকেরই একাধিক শীতের কাপড় আছে আমরা চাইলেই সে মানুষদেরকে আমাদের থেকে এক দুইটা দিয়ে তাদের শীত নিবারণের সাহায্য করতে পারি। এটি একটি মহৎ কাজ যা আমাদের দ্বারা করা সম্ভব।

শীত সবার জন্য উপভোগ্য নয়। কিন্তু আমরা চাইলে সবার জন্য উপভোগ করে তুলতে পারি, যদি আমরা মানুষের সাহায্য করি। আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাহায্য করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আসলে শীত মানে কারো কারো দারুন উপভোগ্যের বিষয় কারণ শীতে অনেকেই ঘুরতে বের হয় শীতকে উপভোগ করার জন্য। আবার কেউবা শীতের পোশাকের অভাবে কষ্ট পায়।আমরা অবশ্যই পারি শীতে কষ্ট পাওয়া মানুষকে শীতের পোশাক কিনে দিয়ে কিংবা নিজের পুরাতন পোস্ট দিয়ে সাহায্য করতে।ধন্যবাদ সুন্দর কিছু কথা পোস্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।