আমার বাংলা ব্লগ || পরিচিতি পোস্ট by @amitaronnok

in আমার বাংলা ব্লগlast year (edited)

শুভেচ্ছা,
আশা করি আমার বাংলা ব্লগের সাথে সম্পৃক্ত সকল এডমিন মডারেটর এবং সদস্য বৃন্দ সবাই ভালো আছেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও ভালো আছি। এই প্লাটফর্মে পোস্ট করতে পেরে আমি আনন্দিত এবং আমার প্রথম পোস্টে আমি আমার পরিচয় তুলে ধরছি।

IMG_20240917_164439.jpg

আমি অমিত কুমার দাশ। আমার বয়স ২৭ বছর। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আমার মা গৃহিণী। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বেড়ে ওঠা খুলনাতে। খুলনা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর শহর এবং নানা ঐতিহাসিক নিদর্শনে গুণান্বিত। বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ এবং সুন্দর মানসিকতা সম্পন্ন। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন ছুয়ে আছে খুলনার একাংশ কে। যেটা খুলনাকে দিয়েছে পৃথিবীর বুকে এক অনন্য পরিচিতি ‌।
আমার শিক্ষাগত যাত্রায়, আমি ঝিনাইধার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছি। আমি খুলনার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমার কিছু গবেষণা পত্র আছে যা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। আমি কিছু আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছি এবং কিছু পুরস্কার পেয়েছি। সেই পুরস্কারগুলো আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

FB_IMG_1726559000504[1].jpg

অবসর সময়ে আমি ছবি আঁকতে পছন্দ করি যা আসলে আমার শখ। আমি টুকটাক গান করি এবং গান শুনতে অনেক বেশি পছন্দ করি। অবসরে অন্যতম একটা পছন্দের কাজ হচ্ছে নিজের পছন্দের গান গুলো শোনা । আমাদের বন্ধুদেরএকটা গ্রুপ আছে, অবসরে আমরা একসাথে ঘুরতে যাই একসাথে সময় কাটায় নানা ধরনের আড্ডা হুল্লোড়ে মেতে থাকি।

FB_IMG_1726561823964[1].jpg

আমার একটি বাগান আছে কারণ আমি সবুজের সাথে থাকতে ভালোবাসি। আমি মনে করি সবুজ জীবনের শক্তি। প্রতিদিন গাছগুলোকে যত্ন নেওয়া তাদের সাথে সময় কাটানো এক অসাধারণ অনুভূতি। আমার মনে হয় সবুজের ভেতর থাকলে সকল ধরনের ডিপ্রেশন মুহূর্তেই চলে যায়। আমাদের সকলের উচিত গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া

IMG_20240203_210736_707[1].jpg

আমি অ্যাডভেঞ্চার, এবং ভ্রমণ পছন্দ করি। যখনই ছুটি পাই তখনই বেরিয়ে পড়ি অ্যাডভেঞ্চারে। আসলে আমি আমার ভ্রমণকে অ্যাডভেঞ্চার হিসেবে তৈরি করার চেষ্টা করি।

FB_IMG_1726558982413[1].jpg

কখনও আমি একক ভ্রমণ করি আবার কখনও বন্ধু এবং গ্যাং নিয়ে। একটি ভ্রমণ জীবনের একঘেয়েমি দূর করে এবং আমাদের উদ্যমী করে তোলে।আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই।প্রতিটি কন্টেন্ট এ নিজের স্বতন্ত্রতা স্থাপন এবং কমিটির সকল রুলস এন্ড রেগুলেশন মেনে নিজের কনটেন্ট কে উপস্থাপন করতে চাই।

আমার রেফারেল @joniprins তিনি আমার বন্ধু এবং আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। তিনি দীর্ঘদিন ধরেই কমিউনিটির সাথে যুক্ত আছেন।

Dear @ayrinbd

Steemit ID- @amitaronnok

Sort:  
Loading...
 last year 

ভাই আপনার সবই ঠিক আছে। তবে যে পোস্টার সবচেয়ে উপরে দিয়েছেন সেটা হাতে নিয়ে সেলফি দিতে হবে।

 last year 

@kingporos ভাই ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ, আমি ছবিটি পুনরায় চেঞ্জ করে দিয়েছি, একটু কাইন্ডলি আবার রিভিউ করে নেবেন।

 last year 

আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম। আপনার সিভি বেশ সমৃদ্ধ। আপনার লাইফস্টাইল বেশ সাজানো গোছানো।

এই কমিউনিটিতে আপনার পথচলা মসৃণ হোক। এই কামনা করি। আর সফলতার জন্য রইল শুভকামনা।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

একবার খুলনা ঘুরতে গিয়েছিলাম। সেজন্য কিছু টা জানি খুলনার সৌন্দর্য সম্পর্কে। পাশাপাশি এটা একটা ঐতিহ্যবাহী শহর। আপনার সম্পর্কে জেনে ভালো লাগল। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। স্টিমিট প্লাটফর্মের সেরা কমিউনিটি আমার বাংলা ব্লগ। আশাকরি এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি ভালভাবে প্রকাশ করার সুযোগ পাবেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

খুব সুন্দর ভাবে আপনার পরিচিতি তুলে ধরেছেন ভাইয়া। আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আশা করি এই কমিউনিটির প্রত্যেকটা নিয়ম মেনে চলে কাজ করতে থাকবেন।আপনাকে আমাদের পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত। শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই