You are viewing a single comment's thread from:

RE: 🥰 " প্রয়োজনীয় কিছু কেনাকাটা " 🥰 | | 10 % beneficiary for @shy-fox | | ২৫| ১১| ২২ ইং | |

in আমার বাংলা ব্লগ3 years ago
অনেক মেয়ে আছে বাহিরে যেতে চায় না আবার অনেকে আছে না গেলে পেটের ভাত হজম হয় না। হা হা হা। আসলে দরকারী প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়াই ভালো।বর্তমানে অনেকেই অনলাইনে অনেক কিছু কিনাকাটা করে তাই বাহিরে যেতে হয় না।আর কোন কিছু কিনার সময় আমি দেশি পন্য আগে পছন্দ করি।যদি দেশি না পাই বা পছন্দ না হয়। তখন অন্য দেশের জিনিস পছন্দ করি।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে প্রয়োজনীয় কিছু কিনাকাটার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,অনেকেই আছে বাইরে না গেলে ভাল লাগে না তাদের।আমার হইচই,হট্টগোল ভাল লাগে না।তাই প্রয়োজনেই বের হই।আর ঘুরতে গেলে পরিবারের সবাইকে নিয়ে লং জার্নিতে যাই। তখন খুব ভাল লাগে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।