রেমাক্রি থেকে নাফাখুমের উদ্দেশ্যে - ২য় পর্ব।

in আমার বাংলা ব্লগ12 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৯ ই জুলাই, বুধবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000213423.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের

20240121_082023.jpg

আমরা রেমাক্রি পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছি। এবার আমাদের হাঁটতে হচ্ছিল সাঙ্গু নদীর ঝিরিপথ ধরে। এই পথটা একেবারে অন্যরকম। পাথর, পানি আর ঢালু পথ মিলে অনেকটা পিচ্ছিল হয়ে যায়। আমরা সবাই খুব সাবধানে পা ফেলছিলাম, যেন কোন ভাবে পিছলে না পড়ে যায়। ঝিরিপথ দিয়ে হাঁটার সময়ে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।

20240121_081858.jpg

কিছুটা পথ যাওয়ার পরে আমি আর সুমন ভাই পেছনে পড়ে গিয়েছিলাম। ঝিরিপথে হাঁটার সময় পায়ে মাঝে মাঝে ঠান্ডা পানি লাগছিল। পাথরের ফাঁকে জমে থাকা সেই ঠান্ডা পানি শরীরে একধরনের প্রশান্তি এনে দিচ্ছিল। কিন্তু সাবধানে চলতে হচ্ছিল, কারণ সামান্য অসতর্কতায় কেউ পড়ে যেতে পারে।

20240121_081035.jpg

এই পথগুলোতে হাঁটা অনেক কষ্টকর, কিন্তু এর মধ্যেও একটা আনন্দ ছিল। কারণ আমরা জানি, এই পথের শেষেই অপেক্ষা করছে এক দারুণ সৌন্দর্য নাফাখুম। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই প্রাকৃতিক সৌন্দর্য গভীর হচ্ছিল। এককথায় সবকিছু মিলিয়ে আমাদের কাছে চমৎকার লাগছিল।

20240121_080716.jpg

আমাদের চারপাশে ছিল নিস্তব্ধ পরিবেশ। তবে আমরা যারা যাচ্ছিলাম সবাই মিলে গল্প করতে করতে অনেক মজাতে যাচ্ছিলাম। আমরা যেহেতু বেশ কয়েকজন গিয়েছিলাম তাই অনেক বেশি মজা হচ্ছিল। সব জায়গাতে যত বেশি লোক যাওয়া যাবে তত বেশি মজা হবে।

20240121_080525.jpg

ঝিরিপথে হাঁটার সময় চারপাশের পাখির কলকা কলি আর জলের শব্দ ভীষণ ভালো লাগছিল। মাঝে মাঝে পেছনে ফিরে তাকালেই দেখা যাচ্ছিল আমাদের পেছনে আসা পথটা, যেখানে পানি আর পাথর মিলে তৈরি করেছে একটা সুন্দর দৃশ্য। আমরা এগিয়ে চলার মাঝেও আমরা সেই দৃশ্য উপভোগ করছিলাম।

20240121_080517.jpg

জীবন সেই মুহূর্তেই সুন্দর হয় যে, মুহূর্তে জীবনকে উপভোগ করা যায়। আর আমরা এই ভ্রমণে প্রতিটি ক্ষণে প্রতিটি সময়ে জীবনকে উপভোগ করছিলাম। এই ভ্রমণ আমাদের জন্য ছিল অ্যাডভেঞ্চার। আর আমরা এই অ্যাডভেঞ্চার ভ্রমণ থেকেই জীবনকে উপভোগ করছিলাম।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Wow, @aongkon, what a fantastic post! Your journey to Bandarban looks absolutely breathtaking. The photographs perfectly capture the beauty and adventure of trekking through the ঝিরিপথ, and your descriptions make me feel like I'm right there with you and your friends. I especially loved the image of the water flowing between the rocks – so serene!

It's wonderful to see your passion for "আমার বাংলা ব্লগ" shining through. Your dedication to creating quality content and supporting the community is truly commendable. I'm looking forward to hearing more about your adventures in the next post! Keep up the excellent work! What part of the journey are you planning to cover next?

 12 days ago 

এরকম সুন্দর জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়তো কখনো হবে না। তবে আপনার এই পোষ্টের মাধ্যমে সুন্দর দৃশ্য গুলো দেখে সত্যিই ভালো লাগলো ভাইয়া।