অবশেষে নাফাখুম জলপ্রপাতে পৌঁছালাম।

in আমার বাংলা ব্লগ13 hours ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৮ ই জুলাই, শুক্রবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণে- অবশেষে নাফাখুম জলপ্রপাতের পৌঁছালাম।



20240121_092557.jpg

আমরা দীর্ঘ প্রায় দুই ঘণ্টা হাঁটার পর অবশেষে পৌঁছালাম নাফাখুম জলপ্রপাতে। পুরোটা পাহাড়ি পথ ধরে আসতে হয়েছে। কখনো পাথরের উপর দিয়ে, কখনো ঝিরিপথ পেরিয়ে আবার কখনো খাড়া ঢাল বেয়ে নামতে হয়েছে। তবে সেই কষ্টের মাঝেও আমরা সবাই খুব আনন্দ পাচ্ছিলাম, কারণ আমরা জানতাম শেষে আমাদের জন্য অপেক্ষা করছে নাফাখুম জলপ্রপাতের সুন্দর দৃশ্য।

20240121_092639.jpg

আমাদের পাহাড়ি দুর্গম পথে হাঁটার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম ছিল। মাঝে মাঝে ক্লান্ত লাগছিল, কিন্তু মন বলছিল সামনে কিছু একটাকে দেখতেই হবে। সুন্দর কিছু যদি অপেক্ষাতে থাকে তাহলে যত কষ্টই হোক সেই অপেক্ষা শেষ করা সম্ভব।

20240121_092349.jpg

যখন নাফাখুম জলপ্রপাত চোখে পড়লো, তখন সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। জলপ্রপাতের ধার দিয়ে টলটলে পানি নিচে পড়ছে, তার শব্দে পাহাড় কেঁপে উঠছে। এমন দৃশ্য আগে কখনো চোখে পড়েনি। অনেক কষ্ট করে এতটা পথ হাঁটার পরে এমন একটা জায়গায় এসে দাঁড়ানো সত্যিই মনটা ভরে গেল

20240121_092132.jpg

এই জলপ্রপাত সম্পর্কে আমরা আগেই কিছুটা জেনেছিলাম। প্রতিদিন এখানে গড়ে ৫০ জনের মতো পর্যটক আসে। কেউ আসে দূর থেকে, কেউ কাছের গ্রাম থেকে। কিন্তু সবার লক্ষ্য একটাই এই সৌন্দর্যকে কাছ থেকে দেখা। আমরা যখন সেখানে পৌঁছালাম, তখন আর কয়েকজন পর্যটক সেখানে আগে থেকেই ছিল।

20240121_092028.jpg

অনেকটা পথ হেঁটে আসার পরে আমরা যার যার মত একটু বিশ্রাম নিচ্ছিলাম। যদিও এমন সুন্দর দৃশ্য দেখার পরে খুব একটা বেশি বিশ্রাম না নিলেও হয়। আমি এবং আমার বন্ধুরা মিলে অনেকটা সময় নাফাখুম জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করলাম।

20240121_092001.jpg

তারপর যখন সবাই আসলো তখন সবাই মিলে একসাথে সেখানকার সৌন্দর্য উপভোগ করলাম। সুন্দর প্রকৃতি কাছ থেকে দেখতে পেরে ভীষণ ভালো লাগছিল।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Wow, @aongkon, what a fantastic post about your trip to Nafakhum waterfall in Bandarban! The way you've captured the journey, the challenges of the trek, and the ultimate reward of witnessing such a stunning natural wonder is truly captivating. The photos are incredible and really bring the experience to life!

It's inspiring to see your passion for exploring the beauty of Bangladesh and sharing it with the Steemit community, especially through "আমার বাংলা ব্লগ." Your dedication to creating quality content shines through, and it's clear you're a valuable member.

I'm sure many others would love to hear more about your adventures. What was the most unexpected part of the journey? Keep up the excellent work, and I eagerly await your next post about Bandarban!

 11 hours ago 

পাহাড়ি পথ ধরে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। ভীষণ সুন্দর এই নাফাখুম জলপ্রপাত। ভীষণ ভালো লাগলো এই জলপ্রপাতের ফটোগ্রাফি গুলি দেখে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ওখানে যেতে ইচ্ছা করছে ঘুরতে। ভীষণ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর জলপ্রপাতের ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।