কিছু সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ17 hours ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৭ ই আগস্ট, রবিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000219861.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন হলো জেনারেল রাইটিং বা লাইফ স্টাইল পোস্ট শেয়ার করা হয় না। সাধারণত ভ্রমন পোস্ট শেয়ার করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ বোধ করি। যাইহোক আজকে একটি লাইফ স্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম। আর বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম সেই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।



20250804_170034.jpg

অনেকদিন পর হঠাৎ করে বাড়ি গিয়েছিলাম। তবে এবারের যাত্রাটা একটু ভিন্ন ছিল, কারণ আমার প্রিয় শখের বাইকটি সঙ্গে নেই। আসলে মাত্র দুই দিনের জন্যই বাড়ি গিয়েছিলাম আর উপরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। তাই বাইক নিয়ে যাওয়া হয়নি। যদিও বাইক ছাড়া যাত্রা কিছুটা অসম্পূর্ণ লাগছিল, তবুও বাড়ি ফেরার আনন্দ সব কিছুর চেয়ে আলাদা।

20250804_170023.jpg

বাড়িতে পৌঁছে সব সময়ের মতো এবারও মন ভরে গিয়েছিল। পরিবারের সবার সাথে সময় কাটানোর অনুভূতি সবসময়ই বিশেষ। গ্রাম্য পরিবেশের নিস্তব্ধতা আর শান্তি শহরের ব্যস্ততার মধ্যে পাওয়া যায় না। প্রতিবারই মনে হয়, গ্রামের এই শান্ত পরিবেশ যেন মনকে নতুন করে বাঁচার শক্তি জোগায়।

20250802_165142.jpg

একদিন বাবার বাইক নিয়ে এক বন্ধুর সাথে নদীর পাড়ে গেলাম। নদীর পাড়ে বসে গল্প করার মজা একেবারেই অন্যরকম। নির্মল বাতাস, পানির কলকল ধ্বনি আর প্রকৃতির নিস্তব্ধতা মিলে যেন অন্য এক জগতে নিয়ে যায়। নদীর পাড়ে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় অজান্তেই।

20250802_171445.jpg

নদীর পাড় থেকে ফেরার পথে গেলাম খোকসা রেলস্টেশনে। রেলস্টেশন মানেই ছোটবেলা থেকে এক অদ্ভুত টান কাজ করে। বন্ধুদের সাথে এখানে মিলিত হয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম। পুরনো স্মৃতিগুলো ফিরে আসছিল একে একে। ট্রেনের শব্দ আর আড্ডার হাসিতে সময় কেটে যাচ্ছিল খুব দ্রুত।

20250802_172616.jpg

সেদিন হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ফোঁটায় ভিজে বন্ধুদের সাথে সেই মুহূর্তগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। সময়টা ছিল ছোট, তবে ভীষণ মধুর। সত্যিই বাড়ি ফেরার প্রতিটি মুহূর্ত যেন মনকে ভরে দিলো আনন্দে, আর রেখে গেলো কিছু অমূল্য স্মৃতি।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২ রা আগস্ট ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 hours ago 

Wow, @aongkon, what a beautifully nostalgic post! It's fantastic to see you sharing these slices of life from your trip home in 2025. The photos perfectly capture the simple joys of reconnecting with friends and family in your village. The Khoksa রেলস্টation looks like a particularly special spot.

Your dedication to enriching the "Amar Bangla Blog" community is truly commendable. Keep up the excellent work in sharing your unique perspective and creative content! I encourage everyone to check out @aongkon's post and leave a comment – let's support this Steemian in their journey to elevate the community.

 17 hours ago 

গ্রাম্য পরিবেশের নিস্তব্ধতা দেখে খুবই ভালো লাগলো ভাই। এরকম পরিবেশে সময় কাটাতে সবারই অনেক ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।