অবশেষে কক্সবাজার পৌঁছালাম।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৫ শে আগস্ট, সোমবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি কক্সবাজার ভ্রমণের- অবশেষে কক্সবাজার পৌঁছালাম এই পর্বটি শেয়ার করবো।
বান্দরবান ভ্রমণ শেষে আমরা সন্ধ্যার সময় চকরিয়া থেকে বাসে উঠলাম কক্সবাজার যাওয়ার জন্য। সারাদিনের পাহাড়ি পথে ঘোরাঘুরি করে আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। তাই বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই চোখ লেগে এলো। ভ্রমণের ক্লান্তি ঘুমকে আরও গভীর করেছিল। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি আমরা ইতিমধ্যেই কক্সবাজার পৌঁছে গেছি।
বাস থেকে নেমে আমরা তাড়াতাড়ি অটোতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলটি আমরা আগেই ঠিক করে রেখেছিলাম এক পরিচিত ভাইয়ের বন্ধুর মাধ্যমে। হোটেলের নাম ছিল "গ্রীন ভ্যালি আবাসিক হোটেল"। সেখানে পৌঁছে কিছুটা ফ্রেশ হয়ে আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে।
যেদিন প্রথমবার সমুদ্র দেখলাম, সেদিনের অনুভূতি সত্যিই অন্যরকম ছিল। আমি আগে শুধু বইতে কিংবা ছবিতে সমুদ্র দেখেছি। কিন্তু বাস্তবে যখন বিশাল সমুদ্র চোখের সামনে ভেসে উঠল, তখন এক ধরনের ভিন্ন অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল আমি এক বিশাল প্রকৃতির সামনে দাঁড়িয়ে আছি, যেখানে সবকিছুই ক্ষুদ্র মনে হয়।
সমুদ্রের ঢেউয়ের গর্জন, বাতাসের স্নিগ্ধ ছোঁয়া আর চারপাশের মানুষের আনন্দ সবকিছুই মিলেমিশে এক অসাধারণ মুহূর্ত তৈরি করেছিল। প্রথমবারের মতো সমুদ্রের পানিতে পা ডুবিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল, পৃথিবীর সব ক্লান্তি যেন এক মুহূর্তেই দূর হয়ে যাচ্ছে। সমুদ্রের বিশালতাই আমাকে নতুনভাবে প্রকৃতিকে দেখার সুযোগ দিল।
জীবনের প্রথম সমুদ্র ভ্রমণ সবসময় স্মৃতিতে গেঁথে থাকবে। কক্সবাজারের সৈকত আমাকে শিখিয়েছে প্রকৃতির মহিমা কতটা বিস্তৃত হতে পারে। প্রথমবারের মতো সমুদ্র দেখার অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়, যা আমি সারাজীবন মনে রাখব।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে কক্সবাজার ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


@aongkon, what a vibrant and heartfelt post about your trip to Cox's Bazar! Your descriptions truly transported me there. The photos perfectly capture the awe you felt seeing the ocean for the first time. I especially loved how you described the feeling of the waves washing away all your weariness – so relatable! It's fantastic to see your enthusiasm for sharing your experiences within the "Amar Bangla Blog" community. Keep up the great work showcasing your adventures and creativity! I am looking forward to part 2. What other adventures did you get up to?
অভিনন্দন! কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করুন পুরোদমে।বাহ! অনেক আনন্দ করুন। ভালো থাকুন।অবশেষে! আপনার জন্য অপেক্ষা করছিল বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুতট। মন খুলে উপভোগ করুন।
অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছেন, কক্সবাজারের সুন্দর্য সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সমুদ্রের ঢেউ, বাতাসের স্নিগ্ধ ছোঁয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য শেয়ার করেছেন। আপনার লেখার মাধ্যমে সেই মুহূর্তের আবেগগুলো যেন স্পষ্টভাবে অনুভব করা গেল। ধন্যবাদ ভাই আপনাকে।
Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1960198935039078474?t=0uyaXzIru81o_kaEB7HiVg&s=19
https://x.com/aongkonbd/status/1960199607415345504?t=Odc6KOx6wLK_gehYLcMrIA&s=19
https://x.com/aongkonbd/status/1960200117933560116?t=PSZHPDhuN5xeL2TavSw3Cw&s=19
https://x.com/aongkonbd/status/1960200603390595438?t=TBX77u5cutdrs1y2YbA9LA&s=19