পুজোর ছুটিতে বাড়ি ফেরা।

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২১ শে সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000226571.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। পুজোর ছুটিতে বাড়িতে আসার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো।

20250920_064051.jpg

প্রতিবছর পূজোর সময় ঢাকা থেকে বাড়ি ফেরাটা ভীষণ আনন্দের হয়। শহরের ব্যস্ততা পেছনে ফেলে গ্রামের পথে ফেরার অনুভূতি সত্যিই অন্যরকম। এ যেন অপেক্ষার প্রহর শেষে পরিবারের সঙ্গে মিলনের আনন্দ।

20250920_063405.jpg

এবার অনেক আগেই ছুটি হয়ে যাওয়ায় দ্রুত বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আগের দিন রাতেই সব গুছিয়ে রেখেছিলাম, যদিও ক্লাস শেষে রাত করে আসায় কাজটা একটু কষ্টের ছিল। তবুও ভোরে বের হওয়ার উত্তেজনা সব কষ্ট মুছে দিয়েছিল।

20250920_063358.jpg

সকালে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঠিক পাঁচটা বাজার দশ মিনিট আগে বাইক নিয়ে রওনা দিলাম। ভোরের স্নিগ্ধ হাওয়ায় বাইক চালাতে বেশ ভালো লাগছিল। শহরের ভিড় পেছনে ফেলে দ্রুত এগিয়ে যাচ্ছিলাম গ্রামের পথে।

20250920_063330.jpg

দুই ঘণ্টার আগেই পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে গেলাম। নদী পার হতে কিছুটা দেরি হলেও নদীর হাওয়া আর নৌযাত্রার আলাদা মজা ছিল। এপারে এসে দেড় ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে গেলাম।

20250920_063318.jpg

অনেকদিন পর বাড়িতে ফিরে সবার হাসিখুশি মুখ দেখে মন ভরে গেল। এবার পূজোর আনন্দ হবে আপনজনদের সঙ্গে মিলেমিশে। পরিবারকে পাশে পেয়ে পূজোর আসল রঙ যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠল।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 7 days ago 

@aongkon, this post is fantastic! The vibrant photographs perfectly capture the essence of your surroundings, and I appreciate the detailed descriptions, including the device and camera specs – a great touch for photography enthusiasts!

Your dedication to enriching the "আমার বাংলা ব্লগ" community with your creative content is truly commendable. It's inspiring to see your commitment to your মাতৃভাষা and মাতৃভূমি. Keep shining with your unique perspective, and I encourage everyone to share their thoughts and support in the comments! ধন্যबाद!