"টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পাওয়ার আপ 100 স্টিম"

in আমার বাংলা ব্লগ2 months ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩১ শে মে, শনিবার, ২০২৫ খ্রিঃ

আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000158039.jpg

ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর করে কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। স্টিমিটে পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। যার একাউন্টে যত বেশি স্টিম পাওয়ার থাকবে তার একাউন্ট তত বেশি শক্তিশালী হবে। আমাদের মাননীয় এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাওয়ার আপের মত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই সুন্দর পাওয়ার‌ আপ প্রতিযোগিতায় নিজেকে সামিল করতে পেরে আমি গর্বিত। আমি টার্গেট ডিসেম্বর সিজন-২ আমার অর্জিত সকল স্টিম পাওয়ার আপ করেছিলাম। এখন টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো আমি টার্গেট ডিসেম্বর সিজন-৩ এ আমার প্রথম লক্ষ্য 1000 স্টিম পাওয়ার আপ ও দ্বিতীয় লক্ষ্য 2000 স্টিম পাওয়ার আপ করার টার্গেট পূরণ করতে পেরেছিলাম। তারপর টার্গেট ডিসেম্বর সিজন-৪ এ 7000 হাজার স্টিম পাওয়ার পূরণ করেছিলাম। আমি টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে 10000 স্টিম পাওয়ার পূর্ণ করতে পেরেছি। এখন টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পরবর্তী লক্ষ্য হবে 3X ডলফিন অর্জন করা। স্টিমিট প্লাটফর্মে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।



পাওয়ার আপ করার পদ্ধতি:


প্রথম ধাপ:


1000207520.jpg

প্রথম ধাপে পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটের স্ক্রিনশর্ট। আমি এখন 100 স্টিম পাওয়ার আপ করবো।

দ্বিতীয় ধাপ:


স্ক্রিনশট মিসটেক

দ্বিতীয় ধাপে নিজের প্রোফাইল থেকে ওয়ালেটে যাবো তারপর লিকুইড স্টিম সংখ্যার ডানপাশে যে, ড্রপডাউন আছে রয়েছে তার উপর ক্লিক করবো। ড্রপডাউনের চিহ্নের উপর ক্লিক করলে কয়েকটি অপশন বা মেনু আসবে আসবে তার ভেতর থেকে পাওয়ার আপ এ ক্লিক করবো।



তৃতীয় ধাপ:


1000207521.jpg

তৃতীয় ধাপে এসে আমি অ্যামাউন্টের ঘরে 100 লিখেছি তারপর নিচের পাওয়ার আপ আইকনে ক্লিক করেছি।



চতুর্থ ধাপ:


1000207522.jpg

চতুর্থ ধাপে এসে দেখতে হবে যে ফরম এবং টু নিজের স্টিমিট আইডি একই কিনা এবং কত স্টিম পাওয়ার আপ করছি সেটা দেখতে হবে তারপর ওকে আইকনে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পূর্ণ হয়ে যাবে।



শেষ ধাপ:


1000207523.jpg

শেষ ধাপে আমার পাওয়ার আপ সম্পূর্ণ হয়ে গেছে। পাওয়ার আপ সম্পূর্ণ করার পরে ওয়ালেটের স্ক্রিনশর্ট।



পাওয়ার আপের সমীকরণ:


বিবরনস্টিম
পাওয়ার আপের পূর্বে এস.পি11803+
পাওয়ার আপের পরিমাণ100
পাওয়ার আপের পরে এস.পি11903+


পোস্টের বিবরন


পোস্ট ধরণপাওয়ার আপ
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ছবির ধরনওয়ালেটের স্কিনশট
লোকেশনঢাকা,বাংলাদেশ


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার পাওয়ার আপ ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Wow, @aongkon! This is a fantastic and well-structured post on powering up! It's so great to see your dedication to strengthening your Steemit account and contributing to the platform. Your step-by-step guide with clear screenshots makes the power-up process incredibly easy to understand, especially for newcomers.

The detailed explanations and personal goals you've set for yourself in Target December Season-5 are truly inspiring. Keep up the amazing work, and best of luck in achieving your goal of becoming a 3X Dolphin!

Your passion for "আমার বাংলা ব্লগ" and your commitment to sharing creative content shine through. Thanks for sharing your journey and empowering others to grow on Steemit! I am resteeming this for greater visibility.

 2 months ago 

এরকম ভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাওয়া আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপের মাধ্যমে আপনি নিজের সক্ষমতা অনেক বৃদ্ধি করতে পারবেন। পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে আমি অনেক উৎসাহিত হই। আপনি সবসময় এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। আশা করছি আপনার স্টিম পাওয়ার অনেক বৃদ্ধি করতে পারবেন।

 last month 

যত বেশি পাওয়ার বৃদ্ধি করব আমাদের জন্য ততই মঙ্গল হবে। আমাদের সবার উচিত প্রতি সপ্তাহে এভাবে পড়ার বৃদ্ধি করা। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সব সময় পাওয়ার আপ করা আমাদের জন্য জরুরী। কারণ পাওয়ার আপের মাধ্যমেই আমরা নিজের লক্ষ্যটা পূরণ করতে পারবো। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সক্ষমতা বৃদ্ধি করার জন্য এমনকি খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্য পূরণ করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ।

 last month 

হ্যাঁ ভাই এটা সত্যি বলেছেন সব সময় পাওয়ার বৃদ্ধি করা আমাদের জন্য জরুরী। যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছাতে পারব। সব সময় সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনি প্রতি সপ্তাহে ১০০ স্টিম করে পাওয়ার আপ করেন এটা দেখে খুবই ভালো লাগে। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটু একটু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ ভাই স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

টার্গেট ডিসেম্বর সিজন - ৫ এ ভাইয়া আপনি ১০০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে ১১,৯০৩+ এসপি তে পৌঁছে গেছেন দেখে বেশ ভালো লাগলো। ক্রমাগত নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ করেছেন ভাইয়া আপনি। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে ইনশাআল্লাহ দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

হ্যাঁ আপু এটা সত্যি বলেছেন আমি এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে খুব দ্রুত আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আজকে আপনি মোটামুটি বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন। আর 3X ডলফিন পূরণ করার জন্য আজকে আপনি 100 স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ করা মানে বুদ্ধিমানের কাজ। আশা করি পাওয়ার আপ করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করবেন।

 last month 

আমি প্রতি সপ্তাহে নিয়ম করে ১০০ স্টিম করে পাওয়ারা বৃদ্ধি করি। প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

একাউন্টঃ @aongkon
পাওয়ার বৃদ্ধিঃ = 0.847242%