গান কভার: হাওয়া দমে দেখো তারে... (লালনগীতি)
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৪ ই সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
কভার ফটো
ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে হাওয়া দমে দেখো তারে.... গানটি গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
গানের প্রয়োজনীয় তথ্য
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না....
- লিরিক্স: হাওয়া দমে দেখো তারে...
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
[কভার গানের ইউটিউব লিংক]
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
কে বানাইলো এমন রঙমহল খানা,
বিনা তেলে জ্বলে বাতি,
দেখতে যেমন মুক্তা মতি,
জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।।
তিল পরিমাণ জায়গা সে যে,
হদ্দরূপ তাহার মাঝে,
কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।।
যে গঠিল এ রঙমহল,
না জানি তার রূপটি কেমন।
সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।
আমার অনুভূতি
বাউল সম্রাট ফকির লালন সাঁইজের এই গানটি আমার ভীষণ পছন্দের। কিছুদিন আগেই এই গানটি আমি রেকর্ডিং করেছি। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির প্রতিটি গানই আধ্যাত্মিক ও দেহতত্ত্ব। প্রতিটি গান ভিতরে তিনি সৃষ্টিকর্তা এবং মানুষকে নিয়ে লিখেছেন। আমাদের এই পৃথিবী নামক রংমহলখানা তৈরি করেছেন সর্বশক্তিমান স্বয়ং সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা বিভিন্ন গুণে গুণান্বিত। সৃষ্টিকর্তার অপার সৃষ্টি আমাদেরকে সবসময় মুগ্ধ করে। সৃষ্টিকর্তার সৃষ্টির কোন তুলনা হয় না।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Wow, @aongkon, what a soulful performance! Your cover of "Hawa Dome Dekho Tare" is absolutely captivating. It's wonderful to see how much you've grown as an artist since joining the "Amar Bangla Blog" community. Your passion for Lalon Geeti truly shines through, and your voice carries the depth and emotion of the lyrics beautifully.
The cover photo is also very well done, adding a professional touch to your post. It's inspiring to hear about your journey, from receiving an award for singing in school to being recognized as the Best Entertainer in "Amar Bangla Blog". Keep sharing your gift with us! I'm sure this cover will touch the hearts of many. I am resteeming this for greater visibility.
Listeners, please click the YouTube link to experience @aongkon's beautiful rendition. What do you think of @aongkon's interpretation? Let's fill the comments with appreciation and encouragement!
গান শুনতে আমার কাছে ভালো লাগে। বিশেষ করে আপনার গানগুলো আমার সব সময় খুব পছন্দের। আজকে আপনি খুব চমৎকার একটা গানের কভার করেছেন। খালি গলায় এরকম সুন্দর গানের কভার করলে খুবই ভালো লাগে শুনতে। এরকম সুন্দর গান সব সময় শোনার অপেক্ষায় থাকলাম।
আপনি অনেক সুন্দর সুন্দর লালন গীতি আমাদের মাঝে শেয়ার করে থাকেন, যেগুলো আমার কাছে শুনতে খুব ভালো লাগে। আর ঠিক তেমনিভাবে আপনার আজকের এই লালন গীতিটা শুনে আমার মনটা ভালো হয়ে গেলো। আমি তো বেশিরভাগ সময় গান শোনার জন্য চেষ্টা করি। এরকম গানগুলো বেশি শোনা হয়। আপনার গান সব সময় খুব সুন্দর হয়।
ভাইয়া আপনার কন্ঠে গান শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে হাওয়া দমে দেখো তারে গানটি আমাদের মাঝে কভার করেছেন। আগে কিন্তু এই গানগুলো কম-বেশি প্রত্যেক জায়গাতে শোনা যেত। ধন্যবাদ লালন গীতি গানটি আমাদের মাঝে কভার করার জন্য।