মানবিক ক্যাপ্টেনের বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৬ ই জুলাই, শনিবার, ২০২৪ খ্রিঃ

আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000102095.png

ফটো ক্রেডিট: মোহাম্মদ হাফিজুল্লাহ ভাই


আমরা মানুষ হিসেবে সব সময় চেষ্টা করি হাসি খুশি থাকার জন্য। কিন্তু কখনো কখনো আমাদের এই সুন্দর জীবনটা ঘন কালো অন্ধকারে ছেয়ে যায়। গতকালকে আমাদের শ্রদ্ধেয় দাদার বাবা ইহজগতের মায়া ত্যাগ করে পরজগতে গমন করেছে। আমি গতকালকে আমাদের ডিসকোডের এনাউন্সমেন্ট চ্যানেলে হঠাৎ করে চোখ রাখতেই থমকে গেলাম। তখন এমন দুঃসংবাদ দেখে ভীষন খারাপ লাগছিলো।

আমাদের শ্রদ্ধেয় দাদা সব সময় তাদের পরিবারের সুস্থতা ও অসুস্থতার কথা আমাদের সাথে সবসময় শেয়ার করেন। কিন্তু গত কালকে হঠাৎ করেই যে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে সেটা অকল্পনীয় ছিলো। আমি তখন শুধুই চিন্তা করছিলাম শ্রদ্ধেয় দাদার পরিবারের কথা। একটা বটবৃক্ষ যখন মাথার উপর থেকে সরে যায় তখন সূর্যের তীব্র তাপ সরাসরি গায়ে এসে লাগে।আমাদের শ্রদ্ধেয় দাদার বাবা ছিলো তাদের পরিবারের বট বৃক্ষ।

একটা বট বৃক্ষ যেমন ছায়া প্রদান করে মানুষকে শান্তি দেয় তেমনি সমগ্র পরিবারটাকে এই বট বৃক্ষ শান্তি দিতো। প্রতিটি পিতা-মাতার কাছে যেমন তার সন্তানরা সব থেকে প্রিয় তেমনি সন্তানদের কাছেও পিতা-মাতা সব থেকে প্রিয় হয়। আমাদের শ্রদ্ধেয় দাদা তার বাবাকে খুব ভালবাসতেন। বাবা হারানোর কষ্ট কতটা কঠিন হয় তা গতকালকে এনাউন্সমেন্ট চ্যানেলে দাদার লেখাগুলো পড়ে বুঝতে পেরেছিলাম।

আজকে পোস্ট করছিলাম হঠাৎ করে শুভ ভাইয়ের "বিদায় ক্যাপ্টেন" লেখাটি চোখে পড়ে। তারপর ভাবলাম যে, ভাইয়ের পোস্টটা পড়ে দেখি। আমরা আমাদের শ্রদ্ধেয় দাদার মহানুভবতা সবাই জানি কিন্তু আমাদের শ্রদ্ধেয় দাদার বাবার মহানুভবতা যে দাদার থেকেও বড় সেটা আজকে শ্রদ্ধেয় এডমিন শুভ ভাইয়ের পোস্ট পড়ে জানতে পারলাম। শ্রদ্ধেয় দাদার বাবার সম্পর্কে আরো জানার জন্য শুভ ভাইয়ের শেয়ার করা লিংকে গিয়ে দাদার দুই বছর আগের একটি পোস্ট পড়লাম।

একজন মানুষ কতটা মানবিক হলে কিশোর বয়সে অনাথ শিশুর মুখে খাবার তুলে দিয়ে নিজের ভাই হিসাবে মর্যাদা দিতে পারে। তাও আবার পরিবারেই বেড়ে ওঠার সুযোগ দেওয়া এটা সত্যিই অতি মানবিক। আর তারপরে মানুষের মত মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এমন গল্প হয়তো আমরা কোন মুভিতে দেখে থাকি তবে শ্রদ্ধেয় দাদার বাবার বাস্তব জীবনের মানবিকতার গল্পটা মুভির থেকেও কম নয়।

আমরা আমাদের ক্যাপ্টেনকে কখনোই ভুলবো না। আমাদের হৃদয়ে আমাদের এই মানবিক ক্যাপ্টেন সবসময় থেকে যাবে। কথায় আছে কীর্তিমানের মৃত্যু নেই। কীর্তিমানের কীর্তি সব সময় জীবন্ত থাকে। আমাদের শ্রীমৎ ভাগবত গীতায় আছে জীবন পরমাত্নার অংশ আর মৃত্যু হলো ভ্রম।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমাদের শ্রদ্ধেয় দাদাকে যেনো পিতৃশোক সহিবার শক্তি প্রদান করে। আমার বাংলা ব্লগের আমরা সবাই শ্রদ্ধেয় দাদার বাবার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছি।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

গতকালকে হঠাৎ করে এনাউন্সমেন্টে যখন এই বিষয়টা দেখলাম তখন আসলেই খুব বেশি ব্যথিত হয়েছিলাম। দাদার পরিবারের সবচেয়ে কঠিন মুহূর্ত এখন যাচ্ছে। আসলে পরিবারের কেউ যখন আমাদের জীবন থেকে একেবারের জন্য হারিয়ে যায় তখন কষ্টটা কখনোই সামাল দেয়ার মত নয়। আর সান্তনা দেয়াও যায় না কোনভাবেই। আপনার পোস্ট পড়ে সত্যিই খুব খারাপ লাগছে। তবে দাদার বাবার আত্মার শান্তি কামনা করি, তিনি যেন পরকালে ভালো থাকেন।

 last year 

হ্যাঁ আপু দাদার পরিবারের সবচেয়ে কঠিন মুহূর্ত এখন আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় এই কঠিন সময় দাদার পরিবার কাটিয়ে উঠবে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

গত কালকে খবরটা শুনে খুবই খারাপ লাগলো। একটি পরিবারের খুঁটি হলো বাবা মা। সেই বাবা যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় এর চাইতে কষ্টের মুহূর্ত আর হয় না। কেননা আমি নিজেও বাবাকে হারিয়েছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি দাদা ও দাদার পরিবারকে এই সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং দাদার বাবার জন্য মন প্রাণে দোয়া করছি, তিনি যেন পরকালে ভালো থাকেন।

 last year 

আপনিও নিজের বাবাকে হারিয়েছেন জেনে বেশ খারাপ লাগলো। যে ব্যক্তির বাবা নেই তার মাথার উপরে কোন ছায়া থাকে না। আমাদের শ্রদ্ধেয় দাদার কষ্টটা আপনি সব থেকে বেশি অনুধাবন করতে পারবেন।

 last year 

আপনার এই পোস্টটি পড়ে কোন সান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই। শুধু বলব আমরা এ পরিবারের সবাই মর্মাহত ও ব্যতীত। আমিও এ পথের পথিক। আমি জানি কাছের মানুষ হারানোর বেদনা কি। আর দাদাদের মন-মানসিকতা অবস্থা বুঝতে পারছি। সৃষ্টিকর্তা যেন দাদাদের পরিবারের উপর সহায় হন। আমরা এই পক্ষ থেকে সবাই আংকেল এর আত্মার মাগফেরাত কামনা করছি। সৃষ্টিকর্তা যেন আঙ্কেলকে পরকালে অনেক ভালো রাখেন।🤲🤲🤲

 last year 

আপু কাছের মানুষ হারানোর বেদনাটা অনেক বেশি কষ্টকর। অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি দাদাদের পরিবারের উপর যেনো সৃষ্টিকর্তা সহায় হোন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সত্যি ভাইয়া আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো গতকালকে হঠাৎ করেই জানতে পারলাম, আসলে বাবা মা হচ্ছে মাথার উপরের ছাদ, যা সব সময় আগলে রাখে। পৃথিবীতে যার বাবা মা আছে তারা অনেক ভাগ্যবান। সৃষ্টিকর্তা যেন দাদার পরিবারের মানুষকে ধৈর্য দেয় এবং দাদার বাবা যেন পরকালে অনেক ভালো থাকেন সেই কামনা করছি।

 last year 

হ্যাঁ আপু পৃথিবীতে যার মা-বাবা এখনো জীবিত আছে তারা অনেক ভাগ্যবান। তার কাছে প্রার্থনা করছি দাদাদের পরিবারের কঠিন সময়ে যেনো তিনি সহায় হয়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 last year 

নিউজটা দেখে খুবই খারাপ লেগেছিল। বিশেষ করে বার বার মনে হচ্ছিল এই অবস্থায় দাদা কীভাবে ধৈর্য্য ধরবেন। সত্যি উনি অনেক বড় মনের মানবিক একজন মানুষ ছিলেন। এবং এর প্রমাণ পাওয়া যায় দাদা কে দেখলে পুরো বাবার স্বভাব পেয়েছেন। আমরা সবাই শোকাহত।

 last year 

পরিবারের প্রিয়জনের মৃত্যুর শোক অনেক বেশি পীড়াদায়ক হয়। আঙ্কেলের সকল আদর্শ দাদার ভেতরে অন্তর্নিহিত রয়েছে তাইতো আমাদের দাদা সবার থেকে আলাদা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি কঠিন সময়ে যেনো তিনি সহায় হোন।

 last year 

আমাদের মানবিক ক্যাপ্টেনের বিদায়টা আমরা মেনে নিতে পারছি না। তারপরেও মেনে নিতে হয়। দাদার মাধ্যমে আমরা জেনে ছিলাম দাদার বাবা মতটা মহৎ মানুষ ছিলেন। এক অনাথ মানুষকে নিজের ঘরে খাইয়ে পড়িয়ে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। নিজের ভাই হিসাবে পরিচয় দিয়েছেন। সবার সাথে আমিও বলতে চাই, আমরা মানবিক ক্যাপ্টেনকে কখনো ভুলবো না। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই আমরা আমাদের দাদার মাধ্যমে জেনেছিলাম মানবিক ক্যাপ্টেন মহৎ একজন মানুষ। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।