"দূর্গা পূজার মেলায় ঘোরাঘুরি"

in আমার বাংলা ব্লগ7 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১ লা আগস্ট, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000216779.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। দুর্গাপূজা মানেই সীমাহীন আনন্দ। প্রতিবছর বাড়িতে দুর্গাপূজা সব সবার সাথে ভাগ করে পালন করি। সত্যি বলতে পূজার সময় দিনগুলো অনেক বেশি আনন্দ উপভোগ্য থাকে। এখন পর্যন্ত পড়তে এটা বছর বাড়িতেই পূজা কাটাতে পেরেছি সত্যিই এটা দারুন ব্যাপার। আমি জানিনা ভবিষ্যতে এভাবে বাড়িতে প্রতিবছর পূজা কাটাতে পারব কিনা ! প্রতিবছর পূজার আগে যেখানেই থাকি না কেন ছুটে বাড়ি চলে আসি। দুর্গাপূজার সময়ে বাড়িতে আত্মীয়-স্বজন থাকে ভরপুর আর পাড়ার ছেলেপেলেরা তো আছেই। সবাই মিলে সত্যিই অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করি। আমার কাছে মনে হয় গ্রাম্য পূজাতে একটু বেশি আনন্দ হয়। তাই হোক সবাইকে নিয়ে দশমী শেষ করে রাতে শহরে মেলায় গিয়েছিলাম সেই মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো।



20241013_202632.jpg

প্রতিবছর আমরা সবাই আমাদের গ্রামের পাড়াতেই দশমী উৎসব পালন করে থাকি। সত্যি বলতে দশমীর দিন যেমন ভালো লাগে তেমন খারাপ লাগে। এটা মনে হয় যে, অনেক আনন্দ গুলো আজকেই যেন শেষ হয়ে যাচ্ছে। আর একটা বছর পরে এভাবে আনন্দ করতে পারবো। যাইহোক দশমীর দিনে মাকে বিদায় জানিয়ে সবাই মিলে খুব তাড়াতাড়ি মন্দিরের সামনে চলে আসি।

20241013_202741.jpg

তারপর সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে যে, জানিপুরের মেলায় যাবো। আমরা বেশ কয়েকজন ছিলাম কয়েকটা বাইক নিয়ে সাথে সাথেই রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে জানিপুর এর দূরত্ব মোটামুটি ১০ কিলোমিটার এর মত। তাই বাইক নিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগে না। আমরা মেলায় গিয়ে বেশ ভালোই ঘোরাফেরা করলাম।

20241013_205313.jpg

এদিনের সামনে যা পেয়েছিলাম তাই খেয়েছিলাম। এক কথায় যেটা ভালো লেগেছিল সেটাই খেয়েছিলাম। সবাই মিলে একসাথে গিয়েছিলাম আর একসাথে খেয়েছিলাম সত্যিই এই আনন্দটা অনেক বেশি উপভোগ্য ছিল। একটা দারুন ব্যাপার হলো বিল দেয়ার সময়ে আদালতে দোকানে আলাদা আলাদা ব্যাক্তি বিল দিয়েছিলাম। ‌

20241013_204450.jpg

আমরা প্রথমে গিয়েই ঝালমুড়ি খেয়েছিলাম। গরম গরম ঝাল মুড়ি খেয়ে তো কান গরম হয়ে গেছিলো মরিচের ঝালে। তারপর সেই গরম দূর করতেই জিলাপি খেয়েছিলাম। গরম গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। মেলায় গেলে জিলাপি খাওয়া কমন একটা ব্যাপার।

20241013_203902.jpg

আমি তো ভীষণ পরিমাণে পছন্দ করি জিলাপি। এ ধরনের মেলাতে একসাথে সবাই মিলে গেলে জিলাপি খাওয়া পরে। তাই হোক জিলাপি খাওয়া শেষ করে লেবুর শরবত খেলাম। আহ্ সারাদিন পরে যেন ভীষণ পরিমাণে শান্তি পেলাম।

20241013_203518.jpg

লেবুর শরবত খাওয়া শেষে চলে গেলাম পাপড় ভাজা খাইতে। হালকা ঝাল দিয়ে পাপড় ভাজা খাওয়ার মজাই আলাদা। আমরা আরো অনেকটা সময় ঘোরাফেরা করে তারপর একটু রাত যখন হল তখন বাড়িতে চলে আসলাম।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৩ ই অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন: ঢাকা, বাংলাদেশ



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 5 days ago 

@aongkon, what a vibrant post! Your Durga Puja celebrations look absolutely joyous! The photos beautifully capture the spirit of community and tradition. It's wonderful to see you share such personal and culturally rich experiences on the Steemit blockchain through "আমার বাংলা ব্লগ."

The details of your trip to the Janipur fair, complete with descriptions of the delicious street food, made me feel like I was right there with you. Jhalmuri and jilapi—perfect fair food!

Keep sharing these glimpses into your life and culture. Your posts are a fantastic way to connect with others and celebrate the beauty of Bengali traditions. I am looking forward to seeing more from you! Have you considered sharing any traditional recipes next time?