অর্ধেক সম্মান
সসালমু আলাইকুম।কেমন আছেন সবাই?আমি আল্লাহর রহমতে ভালো আছি।শিক্ষা জীবনের একটা বিশেষ দিন নিয়ে আজ লিখতে চলেছি।
অর্ধেক স্নাতক শেষ করলাম।খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আজ ২ বছর শেষ হলো।আমরা সবাই জানি স্নাতক ৪ বছরের কোর্স।তার ভিতরে ২ বছর শেষ।১৬ই জুলাই ২০২৩ এ পা রেখেছিলাম এখানে।আজ ৪ টা সেমিস্টার শেষ হয়ে গেলো।দেখতে দেখতে কেমন জানি সময় চলে গেলো।২ বছরের শেষ দিনটি নিয়ে আজ লিখলাম।
১৩ই জুলাই,পরিক্ষা মাত্র ১ টা বাকি।এটা মৌখিক পরীক্ষা বা ভাইবা পরিক্ষা।সকালে বেড়িয়ে পড়লাম বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে।যত যাই কিছু পড়ি ভাইবা তে মারা খাবোই এটা আমি ১০০% নিশ্চিত ছিলাম।৪র্থ নাম্বারে আমার সিরিয়াল।জানতে পারলাম আমাদের ভাইবা নেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত ডিপার্টমেন্ট এর একজন এসেছেন।মোটামুটি ভয় তো আর কাটছে না।তারাতারি ভাইবা শেষ হবে এটাও আনন্দের।যাইহোক পরিক্ষা স্যার করা প্রশ্নে কিছু পেরেছিলাম।বাকিগুলো সরি স্যার বলে চালিয়ে দিলাম।স্যার উত্তর পেয়ে খুশিই হয়েছিলো যতটুকু বুঝলাম।
যাইহোক দুপুর ২ টার ভিতর সবার ভাইবা নেওয়া শেষ হয়ে গেলো।ব্যাচের ২ বছর পূর্তি উপলক্ষে একটা বড় কেকে আনা হলো।কেক এর উপরে ব্যাচের নাম"উদ্দীপ্ত" খুব সুন্দর করে লেখা ছিলো।সবাই আমরা ক্যাফেটেরিয়ায় বসলাম।আপনারা অনেকে জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া একটা বিশেষ দিক রয়েছে।এটা সম্পুর্ন সুন্দরবনের গোলপাতা দিয়ে তৈরি।যার কারনে সবচেয়ে সুন্দর ও বলা চলে।কেক কাটলাম , মিষ্টিমুখ করলাম।
এবার ছবি পর্ব,শুরু হলো সবার সাথে ছবি তোলার।সবাই যার যার পছন্দের মানুষের র সাথে ছবি তুলছে।আমি সিঙ্গেল তাই সেগুলো চেয়ে চেয়ে দেখলাম।২/৪ টা ছবি বন্ধুদের সাথে তুলেছিলাম যারা খুবই ঘনিষ্ঠ।কেকের ২টা প্রান্ত ছিলো।একটা ২ বছর শেষ হওয়া অন্যটা ৩য় বছর শুরু করা।ছেলেরা ৩য় বছর শুরু করছিলো।আর মেয়েরা ২য় বছর শেষ করেছিলো।গ্রুপ ফটোতে ছেলেদের আলাদা ছবি, মেয়েদের আলাদা ছবি ছিলো।পরিশেষে ব্যাচের সবাই মিলে একটা ছবি নিলাম যেখানে আমাদের ৩৬ জন মেম্বারাই ছিলো।
মাঝের কিছুটা বিরতি সময়ে আমি নিজের কিছু ছবি তুলেছিলাম ওয়ার্কওয়ে গিয়ে।এই জায়গাটা খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিত জায়গা।নিরিবিলি পরিবেশ হওয়াতে সবাই এখানে আড্ডা দিতে আসে।জুনিয়র এই স্থানে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।
পরিশেষে দিনটা ভালোই কাটলো বাট দিন কত দ্রুত চলে তাও খেয়াল করলাম।মনে হলো এই তো কয়েকদিন হলো আমরা এখানে এসেছি অথচ ২ বছর শেষ।আর আছে মাত্র ২ টি বছর।
ধন্যবাদ।
আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার। |