সড়ক দুর্ঘটনা

in আমার বাংলা ব্লগ9 hours ago

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? একটি নিত্য দিনের সমস্যা নিয়ে কথা বলি

সড়ক দুর্ঘটনা আমাদের দেশের একটি নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে।প্রতিদিন অসংখ্য মানুষ এই দুর্ঘটনার সমুখীন হচ্ছে।অনেকে পঙ্গুত্ব বরন করে আজীবনের জন্য অচল হয়ে যাচ্ছে। একটি পরিবারের যখন তাদের কর্মক্ষম মানুষ মৃত্যু বরন করে অথবা পঙ্গুত্ব বারন করে সেই পরিবার অচল হয়ে পড়ে।ফলে শুধু ওই পরিবার ধ্বংস হয় না বরং গোটা সমাজ ও রাষ্ট্র মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।


‎সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসাবে সর্বপ্রথম আসবে অতিরিক্ত গতি, দ্বিতীয়ত ট্রাফিক আইন অমান্য,তৃতীয়তগাড়ির প্রযুক্তিগত ত্রুটি, এবং রাস্তার অনুপযুক্ত অবস্থা। প্রতিটা পয়েন্ট নিয়ে আজ আলোচনা করবো।

‎প্রথম পয়েন্টটি সবচেয়ে বেশি ভয়ানক।বাস,ট্রাক,বাইক এদের অতিরিক্ত গতি মানুষের জীবনকে থামিয়ে দেয়।রেসলিং মুড নিয়ে ড্রাইভার ড্রাইভ করার চেষ্টা করে।দুর পাল্লার গাড়ি গুলো দিনের থেকে রাতে তারা ওভারস্প্রিডে গাড়ি চালানোর চেষ্টা করে।কেও কাওকে এক ইঞ্চি ও জায়গা দিতে রাজি না সামন্য সময় বাচানোর জন্য নিজের তো বিপদ ডাকে সাথে পথচারীদের অথবা প্যাসেনজারদের

‎দ্বিতীয় পয়েন্টটি ট্রাফিক রুলের বিষয়ে।বাংলা দেশের ৫০% ড্রাইভার ই ট্রাফিক নিয়ম মানে না।সত্যি বলতে তারা জানেই না ট্রাফিক রুলস।অধিকাংশ ড্রাইভার এখনো অশিক্ষিত।নিজেদের প্রভার কাঠানোর চেষ্টা করে বলতে গেলে নিজেদের অতিরিক্ত জেদ ই এটার একমাত্র কারন।

‎প্রযুক্তগত ত্রুটি বাংলাদেশের ৫০% যানবাহনে রয়েছে।একবারে যানবাহন বন্ধ না হয়ে যাওয়া পর্যন্ত তারা থামতে চায় না।বাংলাদেশের ঢাকা শহরের বাসের ফিটনেস দেখলে এটা সবচেয়ে ভালো বুঝতে পারবে।

‎যদি ড্রাইভাররা ক্লান্ত অবস্থায় গাড়ি চালায় তখন দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।তাছাড়া বর্তমান দূরপাল্লার বাস বা ট্রাক চালকরা,অধিকাংশ মাদকাসক্ত অবস্থায় থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া ফুটপাতে দোকান বসানো, রাস্তার গর্ত ও অনিয়মিত গাড়ি পার্কিংও দুর্ঘটনার অন্যতম কারণ।

‎এই সমস্যা সমাধানে সবার আগে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানে স্বচ্ছতা আনতে হবে। রাস্তার পাশে বোল্ট বসাতে হবে।

‎সর্বোপরি বলা যায়, সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব যদি সরকার, চালক, যাত্রী এবং জনগণ সবাই সচেতন হয়। জনসচেতনতা বাড়ানো সবচেয়ে মুখ্য বিষয়।
‎ধন্যবাদ।
logo (bangla blog).png

arif red.jpg

আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার।