“ভালো মানুষ হবার ৫টি সহজ নিয়ম”
- মিথ্যা বলার থেকে বিরত থাকুন
সবসময় সত্য বলুন। মিথ্যা বলার চেষ্টা করলে মানুষ বিশ্বাস হারায়।
- অন্যের জিনিস চুরি করা বা নষ্ট করা থেকে দূরে থাকুন
কারো জিনিস চুরি বা নষ্ট করলে খারাপ পরিচয় তৈরি হয়।
- হিংসা ও রাগ নিয়ন্ত্রণ করুন
রাগে অমানবিক কাজ করা ঠিক নয়। ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন।
- অন্যকে নির্যাতন বা তিরস্কার না করা
মানুষকে অবহেলা বা দোষারোপ না করুন। সদয় থাকুন।
- লোভ ও অহংকার থেকে দূরে থাকুন
অতিরিক্ত লোভ বা অহংকার মানুষকে খারাপ পথে নিয়ে যায়।