ঢাকা থেকে চট্টগ্রাম by ashikur50

in আমার বাংলা ব্লগ4 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


2677.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


আপনারা আগের পোস্টে দেখেছেন আমার বাসা থেকে ঢাকা যাওয়ার ট্রেন জান্নির গল্প। আপনারা সবাই কম বেশি জানেন আমার গ্রুপের সবাই মিলে কিছুদিন আগে চট্টগ্রাম জেলা ঘুরতে গিয়েছিলাম। বেশি ঘুরতে পারেনি শুধুমাত্র চট্টগ্রাম সদর এবং সীতাকুণ্ড ঘোরা হয়েছিল। সেই গল্পের শুরু চলমান। আগের পোস্টে আমাদের সবার ঘুরতে যাওয়ার প্লান প্রোগ্রাম এবং রেল স্টেশন পর্যন্ত যাওয়া তারপরে ট্রেন যাত্রা ঢাকা পর্যন্ত। আপনারা সবাই কম বেশি জানেন আমরা সবাই ঘুরতে অনেক পছন্দ করি। যখনই সময় পাই তখনই ঘুরতে বেরিয়ে পড়ি দূর দুরান্তে। ঘুরলে মন অনেক ভালো থাকে। সব থেকে বড় কথা ঘুরতে গেলে পৃথিবীর সম্পর্কে জানা যায়। সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি দেখতে হলে আপনাকে অবশ্যই পৃথিবীর সকল স্থানে ঘুরতে হবে। এখনো আমাদের এমন এবিলিটি হয়নি দেশের বাইরে কোথাও ঘুরতে যাব। এই জন্য নিজের দেশে যে সকল দর্শনীয় স্থান আছে সেগুলোই ঘুরে দেখার প্রচেষ্টা। আমার সব থেকে বেশি ভালো লাগে পাহাড় এবং সমুদ্র। দুটোই আমার কাছে খুবই পছন্দের এই জন্য বছরে 1-2 বার হলেও চলে যাই পাহাড়ের উদ্দেশ্যে বা সমুদ্রের উদ্দেশ্যে।


IMG_20250718_211306.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250718_203511.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_031109.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_031124.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_031143.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_034318.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_034339.


তাহলে চলুন আমরা মূল গল্পে ফিরে আসি। রাত 11:30 টার দিকে আমাদের ঢাকা থেকে ট্রেন ছিল। আমরা ঠিক নয়টার দিকে ঢাকা পৌঁছে যাই। ঢাকাতে গিয়ে সবাই হালকা-পাতলা নাস্তা করিনি। সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়েছিলাম ট্রেনের মধ্যে সবাই খাওয়ার জন্য। দীর্ঘ বড় একটি যাননি আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ডে পৌঁছাতে সকাল হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়। আমরা সীতাকুণ্ড স্টেশনে নামবো লাগছিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নেমে তারপরে আমরা বাস বা সিএনজিতে করে সীতাকুন্ডুতে আসবো। কিন্তু পরবর্তীতে সীতাকুন্ড তেই নেমে যাওয়ার চান্স পেলাম এর জন্য আর মিস করলাম না। সীতাকুণ্ড রেল স্টেশনে আমরা নেমেছিলাম সে রেলওয়ে স্টেশনের নাম কুমিরা। নামটাই কেমন যেন আমার কাজ অদ্ভুত লেগেছে। আমরা গুগল ম্যাপ এর মাধ্যমে জানতে পারলাম আমাদের পৌঁছাতে সকাল হবে না আমরা রাত তিনটা থেকে চারটার মধ্যে পৌঁছে যাব কুমিরাতে। বিষয়টা বেশ বড়লোক লাগছিল কারণ কখনো যাইনি এবং চিনিও না। এত রাত্রে কি করব সবাই কোথায় যাব সেটা একটু চিন্তা হচ্ছিল মনে মনে। সবথেকে সাহসের ব্যাপার ছিল আমরা ছিলাম আট জন। এসব কথা চিন্তা করতে করতে ১১ঃ১৫ মিনিটে আমাদের ট্রেন যাত্রা শুরু হল। বেশ হাসাহাসি এবং মজা করতে করতেই যাচ্ছিলাম। কিছু সময় ছোট স্পিকার নিয়ে ট্রেনের দরজার দিকে সবাই চলে গেলাম। স্পিকারের গান বাজিয়ে সবাই সাথে তাল মিলিয়ে মজা করতে থাকি। এভাবে চলতে চলতে কখন যে রাত একটা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি।


IMG_20250719_034415.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_034432.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_034449.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_035019.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_055424.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250719_055433.


তারপরে চিন্তা করলাম সবাই একটু রেস্ট করা দরকার কারণ খুব সকালে নাস্তা করেই আমাদের অনেক জায়গায় ঘুরতে যেতে হবে। এজন্য আর বেশি সময় অপেক্ষা না করে চলে যাই যার যার সিটে। কিছু সময় বিশ্রাম নেয়ার চেষ্টা করছিলাম অনেকেই ছিল আমাদের মধ্যে তারা অলরেডি ঘুমিয়ে গিয়েছে। কিন্তু কেন জানি আমাদের দু তিনজনের চোখে একদমই ঘুম নেই। কেমন যেন এক্সাইটেড কাজ করছে কখন পৌছাবো ঘুরতে যাব কখন বিভিন্ন বিষয় নিয়ে। আবার মাঝে মাঝে চিন্তা করছি আমরা গিয়ে একবারে ঘোরাফেরা করে দুপুরবেলা ঘুমাবো। কেন জানি এই কথাটাই আমার মনের মধ্যে আয়ত্ত হয়ে গেল। এজন্য আমি আর একটুও ঘুমাতে পারিনি। ইতিমধ্যে আমরা কুমিরা রেলস্টেশনে পৌঁছে যাই। রেল স্টেশন একদমই ফাঁকা ছিল আমরা যেমন আট জন ঘুম থেকে নেমেছি তেমনি ৪ থেকে ৫ জন আমাদের মতোই ঘুরতে এসেছে তারাও ট্রেন থেকে নামলো। স্টেশনে নেমেই চারিদিকে কেমন যেন অপরিচিত এবং ভয়ঙ্কর লাগছে। কেমন যেন ভয়ংকর একটা ব্যাপার তেমন একটা লোকজন নেই। কিছু সময় রেল স্টেশনে হাটাহাটি করলাম। হঠাৎ বামদিকে যোগ করল বিশাল একটি পাহাড়। পাহাড়ের ওইখানে মনে হচ্ছে পরিত্যক্ত একটি বাড়ি কোন আলো জ্বলছে না। আমরা প্রথমে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম পরে কেন জানি মনে হচ্ছিল ওটা কিসের বিল্ডিং পাহাড়ের উপর। তারপরে আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে দেখি এটি একটি অনেক পুরাতন হাসপাতাল পরিত্যক্ত। দেখি তো কেমন যেন গা ছমছম করছিল। আমরা শর্ট বোট সবাই এক হয়ে গেলাম আমার একটু ভয় ভয় লাগছিল। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করলে মন্দ হয় না সেজন্য কিছু ফটোগ্রাফি করলাম। এভাবে কিছু সময় ওয়েট করে দুটো সিএনজি পেলাম। আমরা সিএনজি করে চলে আসলাম সীতাকুণ্ড শহরে ‌ এসে ঝটপট হোটেল বুক করে ফেললাম। তারপরে সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। এই গল্পটি আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী গল্পতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro