ফিরে যেতে মন চায় সেই ছোটবেলায় by ashikur50

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


380.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


আজ আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ আর আমি আপনাদের মাঝে কোথাও ঘুরতে যাওয়ার গল্প শেয়ার করব না। আজ আমি আপনাদের মাঝে অন্য ধরনের একটি গল্প শেয়ার করব আশা করি এই গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইতো কয়েকদিন আগেই আমি গ্রামের রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। আমার বাসা থেকে অল্প একটু দূরে। খুব সুন্দর একটি জায়গা আছে দুই পাশে ফাঁকা মাঠ মাঝখানে রাস্তা। এই জায়গাটি আমার খুবই পছন্দের আর মাঝে মাঝেই রাতের খাওয়া-দাওয়া শেষ করে এখানে হাঁটতে আসি। যত গরমে পড়ুক না কেন এই জায়গায় আসলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। বেশি ভালো লাগে রাত্রেবেলা এখানে বসে আড্ডা দিতে।


IMG_20250701_161247.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250701_161301.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250701_161303.


সেদিন যখন যাচ্ছিলাম তখন ছিল বিকেল বেলা। হঠাৎ করে চারিদিকে কালো মেঘ। আর সাথে বাতাস উঠে আসলো। এখন বর্ষার সময় যে কোন সময় বৃষ্টি নেমে পড়ে। এজন্য এই রোদ আবার এই কালো মেঘের চাদরে ঢাকা আকাশ। সব থেকে বেশি মজা লাগছিল ছোট্ট দুইটা বাচ্চা সুতার মাথায় পলিথিনের ব্যাগ লাগিয়ে ঘুড়ির মত উড়ানো দেখে। এরকম ছোটবেলায় আমরাও খেলেছি। ওদের খেলা দেখে খুবই ভালো লাগছিল এবং ছোটবেলার সেই শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল। কতই নাও অবুঝ ওরা মনের মধ্যে কোন টেনশন নেই। আমিও রাস্তার পাশে বাইকটি রেখে লেগে গেলাম ওদের সাথে মজা করতে। তখনই মাথায় হঠাৎ করে চিন্তা আসলো এমন দৃশ্যটি আপনাদের কাছে শেয়ার করলে মন্দ হয় না। এবং গল্পটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে বললে আপনারা আরো ভালো বুঝতে পারবেন।


IMG_20250701_161309.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250701_161415.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250701_161412.


প্রতিটা মানুষেরই ছোটবেলা থাকে। এবং সবার ছোটবেলায় অনেক মধুময় হয়ে থাকে। যারা গ্রামে ছোটবেলা থেকে মানুষ হয়েছে তারা সবাই এমন ছোট ছোট মজার খেলা খেলেছে। প্রতিটা মানুষেরই ছোটবেলা অনেক সুন্দর এবং মধুময় হয়ে থাকে। সবারই স্মৃতির পাতায় ছোটবেলায় অনেক গাধা থাকে বিভিন্ন স্মৃতি। যেগুলো মনে করে সে সারা জীবন ছোটবেলায় ফিরে যেতে চায়। সত্যি যদি সম্ভব হতো আবার ছোটবেলায় ফিরে যেতে তাহলে কেউ না গেলেও আমি যেতাম। ছোটবেলা অন্য ধরনের একটি মজার সময়। যখন আমরা ছোট ছিলাম তখন চিন্তা করতাম সব সময় আমরা যদি তাড়াতাড়ি বড় হয়ে যেতাম। বড়দের মতো আমরাও বাইরে ঘোরাফেরা করতে পারতাম। দূরে কোথাও যেতে হলে কারো অনুমতি নিতে হতো না যেদিক দুচোখ যায় সেদিকেই ঘুরতে যেতাম। এমন চিন্তা করতাম সব সময় ছোটবেলায়। চিন্তা করতাম নিজের অনেক টাকা থাকবে নিজের মতো করে খরচ করব কখনো কাউকে কৈফত দিতে হবে না। কিন্তু আজ মনে হয় একটু বেশি বড় হয়ে গেছি আবার যদি ফিরে যেতাম সেই সেই ছোটবেলায়। বড় হওয়াটা বেশি একটা ভালো না ছোট সময়েই বেশি মধুময় ছিল। বড় হয়ে অনেক দায়িত্ব তাদের উপর। মাঝে মাঝে চোখের সামনে শস্য ফুল দেখি। কিন্তু ছোটবেলায় এমন কোন চিন্তা কখনোই থাকতো না। না আছে কোন দায়িত্ব কাঁধে না আছে কোন চিন্তা।


IMG_20250701_161120.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250701_161135.


যাই হোক অনেক কথা বললাম তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro