You are viewing a single comment's thread from:

RE: উফঃ কী গরম!!! খাবেন ডাবের সরবত? তবে চলুন প্যারামাউন্টে

in আমার বাংলা ব্লগlast year

কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় জীবনের একটা বড় অংশ ধরে থাকে ক্যান্টিন কিংবা কফিশপ যেখানে ক্লাসের ফাঁকে কিংবা ছুটির দিনে বসে আড্ডায় মুহূর্তগুলো অনেকটা পূর্ণতা পায় স্মৃতির কোণে জমা হয়ে ভবিষ্যতের সঞ্চয় হিসেবে। সবার জন্যই তা কমবেশি থাকে।
দেখুন আজ আর সেই দিন নেই আপনার জীবনে, অথচ তা স্মৃতিতে ধরে রাখা আছে, সাথে কিছু কথোপকথন আর আন্তরিকতার ভালোলাগা যা এই লেখায় ফুটিয়ে তুলেছেন।

ছবিগুলো আরেকটু বড় হলে ভালো দেখাতো, যদিও এখনই চলনসই আছে, ব্যক্তিগতভাবে আমার মনে হয়।
তবে তারপরেও পুরো পোস্টটির সাথে তা বেশ মানিয়ে নিয়েছে।

ঐতিহাসিক দিক থেকে কিছু জিনিসের শাখা না থাকলেই ভালো, কারণ আসল জিনিসের মতো দ্বিতীয়টা কখনো হয় না। এই যেমন পূর্ব বাংলার মসলিন,জামদানী শাড়ি,কুমিল্লার মাতৃ ভান্ডারের মিষ্টান্ন, নাটোরের বনলতা সেনের শহরের কাঁচাগোল্লা, পদ্মার ইলিশ ইত্যাদি।

পোস্টটি দারুন ছিল, আপনাকে অনেক ধন্যবাদ, পড়ে আমার ভালো লেগেছে, 💐💖

Sort:  
 last year 

ছবিগুলো তুলেছিলাম মোবাইলকে আড়াআড়ি করে রেখে। এবার সেটি সোজা করতেই এরম সরু হয়ে গেল। আমারও মনে হয়েছে ছবিগুলো ছোট লাগছে।

আপনি মনোযোগ দিয়ে পড়েছেন এই আনন্দের। ভালো থাকবেন ভাইয়া৷