RE: জেনারেল রাইটিংঃমে দিবস ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম।
মে দিবস শুধুমাত্র শ্রমিকদের অধিকার রক্ষার একটি আন্তর্জাতিকভাবে পালিত দিন নয়, এর তাৎপর্য সারা বছরজুড়ে বিশ্বব্যাপী নিপীড়িত মজলুমদের জন্য নিবেদিত একটি দিন।
আজ আমার খুব করে মনে পড়ছে মজলুম জননেতা মওলানা ভাসানীর কথা।
তিনি সারাজীবন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত অন্ত্যজ শ্রেণির মানুষের কথা বলেছেন। পথ দেখিয়েছেন আর একটি বিশাল জনসমাজকে বুঝিয়েছেন কিভাবে জাতীয় জীবনে সবচেয়ে বেশি অবদান তারা রেখেছে। অথচ সুযোগপ্রাপ্তির বেলায় সবচে পিছিয়ে তারাই।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে দেশের তরে জীবনবাজি রাখা মহামানব তারাই, এত অবদানের পরেও আজ শ্রমিক ইউনিয়নের অবস্থা দেখুন?
বিশ্বের শ্রমের ঘামের বুনিয়াদ তারাই গড়ে দিয়ে চলেন প্রতিনিয়ত আর আমরা মানবতার গুণ গেয়ে চলি। মাটির মানুষদের জন্য আশা রাখি একদিন ভালো কিছু করা সম্ভব হবে।
এরকম সময়োপযোগী পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। 💐
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।