ভাইয়া আপনার পোস্ট পড়লাম মনোযোগ দিয়ে সত্যি বলতে খারাপ লাগছে অনেক, আসলে মানুষের অসুস্থতা বলে কয়ে আসে না , তার থেকে এটা জেনে ভালো লাগছে যে আপনি উনার পাশে আছেন, আপনার এই মনমানুষিকতার জন্যে মন থেকে ধন্যবাদ জানায়। আর দোয়া করছি উনি ও তারা তারই সুস্থ হয়ে উঠুক।
মানুষ হওয়ার চেষ্টা করছি আপু। 🙏