@roy.sajib দেখলেন!! আপনি তো বলেন আপু দাওয়াত দেই না এই যে আপনার সাথে কি সুন্দর দেখা করলেন । হাহাহা
ভাল লাগলো পোস্ট টা দেখে, ভাই বোনের এতোটা টান দেখে। এভাবেই যেন বেঁচে থাকে আমাদের ছোট্ট সম্পর্কগুলো।
@roy.sajib দেখলেন!! আপনি তো বলেন আপু দাওয়াত দেই না এই যে আপনার সাথে কি সুন্দর দেখা করলেন । হাহাহা
ভাল লাগলো পোস্ট টা দেখে, ভাই বোনের এতোটা টান দেখে। এভাবেই যেন বেঁচে থাকে আমাদের ছোট্ট সম্পর্কগুলো।
শুধু শুধু বদনাম করে আমার নামে। দেখেন ডেকে নিয়ে আচার দিলাম। এখন যদি একটু সুনাম পাওয়া যায়। ধন্যবাদ আপু।
আপু,, দাওয়াত তো দিল তৌহিদা আপু 🤪🤪,, আর তানিয়া আপুর পিছনে না লাগলে এই আচার কি আর কপালে জুটতো বলেন 😅😅 দোয়া করবেন আপু সব সম্পর্ক যেন এভাবেই ভালো থাকে সব সময়।
এইভাবে অস্বীকার । আচার দিতে চাইলাম আমি পরেনা তৌহিদা আপু রাজি হল। মাঝখান দিয়ে নাম হল তৌহিদ আপুর। মনে থাকবে দেখি এরপরে কে কি খাওয়ায়।
@tauhida আপু দেখেন চারদিকে দুর্নীতি শুরু হয়ে গেছে 😉,, কেমন হুমকি দিচ্ছে !! এর তীব্র প্রতিবাদ জানাই। জোরদার আন্দোলন করে সব কিছু প্রতিহত করা হবে। 😥😥
ঝগড়াটা আমি লাগাই দিয়ে এইবার চুপচাপ বসে আছি, অহ কি মজা কি মজা।
আপনার লাগানো লাগে না। সজীব ভাইয়া যে ঝগড়াটে এমনিতেই লেগে যায়। আমাকে ডিসকর্ড এ মেনশন দিয়ে ডেকে নেয় ঝগড়া করার জন্য।
ভাবছিলাম একদিন বোয়াল মাছ খাওয়াবো। কিন্তু ক্যান্সেল করলাম ভাবনা। আপনি তৌহিদা আপুর বাসায় গিয়ে খায়েন।
সকাল সকাল ঘুম থেকে উঠে এসব আজেবাজে চিন্তা বাদ দেন। চলেন আমরা আগের প্ল্যানে ফিরে যাই 😊😊😊
😂হাহাহাহা