কয়েকটি চিত্রের ফটোগ্রাফি:

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা!

কেমন আছেন সবাই ?আশা করি অবশ্যই ভাল আছেন আল্লাহ রহমতে ।আমিও ভাল আছি । বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম । অনেকদিন পর একটা ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো বলে আশা করছি।

InFrame_1720805071474.jpg

সবগুলো ফটোগ্রাফির সম্মিলিত চিত্র

আসলে ফটোগ্রাফি করতে সব সময় আমার ভালো লাগে কিন্তু ব্যস্ততার কারণে ফটোগ্রাফি পোস্টগুলো খুব একটা করা হয় না ।আজ যে ফটোগ্রাফি গুলো করব সেগুলো আমি আমার গ্রামের বাড়িতে এসে আজকে পোস্ট করার উদ্দেশ্যে তুলেছি। ফটোগ্রাফি গুলোতে একান্তই গ্রাম বাংলার কিছু ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি।

তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট:
IMG_20240712_111151.jpg

ফটোগ্রাফি নাম্বার এক

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe (1).png

প্রথম চিত্রে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এর নাম বলে কুটার পালা বা খেয়ার পালা। কুটা বা খেয়ার কখন পাওয়া যায় এটা আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের সবারই জানার কথা। তারপর আপনাদের জ্ঞাতার্থে বলছি ধান মাড়াই করার পরে ধান থেকে যে অবশিষ্ট গাছ থাকে তাকে কুটা বা খেয়ার বলে। এই খেয়ার বা কুটাকে অতি সুনিপুণ ভাবে এলাকার লোকজন পালা দিয়ে থাকে । এই পালা যদিও বাড়ির বাহিরে থাকে কিন্তু এর মধ্যে কোন বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না। আমাদের দেশের গরুর উৎকৃষ্ট খাবার হচ্ছে এই কুটা।

IMG_20240712_122702.jpg

ফটোগ্রাফি নাম্বার দুই

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe (1).png

দ্বিতীয় যে ফটোগ্রাফি পোস্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঠখড়ির পালা। এটি সাধারণত বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ফসল পাট থেকে পাওয়া যায়। এ পাট খড়ির প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে। পাট খড়ি বিভিন্ন কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এবং এর একটি প্রধান ব্যবহার হচ্ছে প্লেন বোর্ড তৈরি করা যেগুলো ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়। এছাড়া লাকড়ি হিসেবে এর ব্যবহার তো আছেই ।এরপর বিভিন্ন পানের বর বা ঘরের বেড়ায় ও এই পাট খড়ি ব্যবহার করা হয়।

IMG_20240712_111316.jpg

ফটোগ্রাফি নাম্বার তিন

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe (1).png

তৃতীয় নম্বরে যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের অতি পরিচিত একটি ছাগল। ছাগল চিনেন না এমন ব্যক্তি খুব কমই আছে। তাই ছাগল সম্পর্কে খুব বেশি বলার প্রয়োজন আমার মনে হয় নাই। চিত্রে যে ছাগল দুটি দেখতে পাচ্ছেন এ ছাগল দুটি কিন্তু আমার না। আজকে আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, দেখি ছাগল দুটি ঘাস খাচ্ছে এবং সেখান থেকেই এই ফটোগ্রাফি টা করা।

IMG_20240712_105721.jpg

ফটোগ্রাফি নাম্বার চার

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe (1).png

চতুর্থ নাম্বার যে ফটোগ্রাফি এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট। পাট শুধু যে বাংলাদেশের ই ফসল এমনটি নয়। এটি সারা বিশ্বব্যাপী সুপরিচিত এবং এর প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না।

IMG_20240628_55656.jpg

ফটোগ্রাফি নাম্বার পাঁচ

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe (1).png

পঞ্চম নাম্বার যে ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বড়ই গাছের প্রজেক্ট। এ ফটোগ্রাফিটা মূলত বড়ই শেষ হয়ে যাওয়ার পর যখন গাছ কেটে ফেলেছে তখন পুনরায় যে নতুন গাছ হচ্ছে তারই একটি ফটোগ্রাফি।

ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমার ফটোগ্রাফি পোস্টগুলোর বিবরণ। আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভালো কিছু মন্তব্য করে আপনাদের মতামত শেয়ার করবেন এবং পরবর্তী পোষ্টের জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।

পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ
ডিভাইসTecho provoir 4
ক্যামেরা13MQUAD
ক্যামেরায়@azizulmiah
লোকেশনমাদারীপুর

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

Sort:  
 last year 

আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে গ্রাম বাংলার বেশ সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে গ্রাম অঞ্চলে এসব দৃশ্যগুলোই বেশি দেখা যায়। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।