চেষ্টা থাকলে অসম্ভব ও সম্ভব হয়।

in আমার বাংলা ব্লগyesterday

আমি সব সময় বিশ্বাস করি জীবনে এমন কিছু নেই যা চেষ্টা করলে করা যায় না। এবং ছোট বেলা থেকে একটি কথা আমার ভেতরে গেঁথে গেছে। কোনো কাজকে অসম্ভব মনে করার আগে অন্তত এক বার মন থেকে চেষ্টা করতে হবে। এবং হয়তো শুরুতে অনেক কষ্ট হবে হয়তো সব কিছু সহজ মনে হবে না। কিন্তু আমি জানি চেষ্টা করলে এক দিন না এক দিন তার ফল অবশ্যই পাওয়া যায়। এবং আমার জীবনে অনেক সময় এমন গেছে যখন মনে হয়েছে আমি পারব না। কিন্তু সেই মুহূর্ত গুলোতে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি না আমি পারব আমাকে চেষ্টা করতে হবে। এই ভেতরের কথা আমার জন্য সব সময় এক ধরনের শক্তি হয়ে দাঁড়িয়েছে। এবং আমি জানি যদি আমি হাল ছেড়ে দিই তাহলে হয়তো আর কখনো জানতে পারব না আমার ভেতরে কতটা সামর্থ্য লুকিয়ে আছে।

1000073556.jpg

এবং চেষ্টা করার ভেতরে একটা আলাদা শান্তি আছে যখন আমি কোনো কাজে মন দিয়ে চেষ্টা করি। তখন ফল যাই হোক না কেনো ভেতরে একটা তৃপ্তি অনুভব করি। কারণ আমি জানি আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি সফলতা যদি সাথে নাও থাকে তবুও চেষ্টা আমাকে অভিজ্ঞতা দেয়। আর সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে আমাকে আরও শক্তি শালী করে আমি বিশ্বাস করি জীবনে সফলতা হঠাৎ করে আসে না। তার জন্য ধৈর্য কষ্ট আর ধারাবাহিক চেষ্টা প্রয়োজন অনেক সময় আমার মনে হয়েছে ভাগ্য হয়তো আমার পক্ষে নেই। কিন্তু পরে বুঝেছি ভাগ্য কে বদলানোর ক্ষমতা আসলে চেষ্টা করার ভেতরে আছে। এবং যদি আমি থেমে যাই তাহলে সব কিছু সেখানে শেষ হয়ে যাবে আর যদি আমি চেষ্টা চালিয়ে যাই তবে এক দিন না এক দিন ভাগ্যও আমার পক্ষে ঘুরে দাঁড়াবে।

1000073554.jpg

আমার জীবনের স্বপ্ন গুলো পূরণের জন্য আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি অনেক সময় বাধা আসে। এবং অনেক সময় মন ভেঙে যায় কিন্তু আমি নিজেকে বোঝাই এটা সাময়িক। চেষ্টা চালিয়ে গেলে পথ অবশ্যই খুলে যাবে আমি জানি। সবার জীবনে কঠিন সময় আসে তবে আমি এটাও জানি । কঠিন সময়ের ভেতর দিয়ে যাওয়ার সব চেয়ে বড় উপায় হলো চেষ্টা না থামানো। এবং আমার কাছে চেষ্টা মানে শুধু কোনো লক্ষ্য পূরণ নয় বরং নিজের প্রতি আস্থা রাখা। এবং যখন আমি চেষ্টা করি তখন আমার ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এবং আমি অনুভব করি আমি পারব আমি সামনে এগোতে পারব। আর এই আত্মবিশ্বাসই আমাকে আরও দৃঢ় করে তোলে। এবং চেষ্টা ছাড়া জীবনে কোনো কিছু সম্ভব নয় ব্যর্থতা আসবে‌‌। বাধা আসবে অনেক সময় মন ভেঙে যাবে কিন্তু চেষ্টা কখনো থামানো যাবে না। আমি বিশ্বাস করি যদি আমি চেষ্টা চালিয়ে যাই তবে এক দিন অসম্ভবও সম্ভব হয়ে উঠবে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Loading...