কবিতা: " ভালোবাসি "

কবিতা: বাড়াল শান্তি

                                     যদি না ভালোবাসো মোরে,
                                   তবে পাখির মতো উড়ে যায়,
                  তবে পাখির মতো উড়ে যাও দুই ডানা মেলে,
                         ফিরতে বলবোনা কোনোদিন তোরে,
                          ভালোবাসি কথাটি জেনে রাখিস
                                        সারা জীবন ধরে |

33.JPG

34.JPG