গল্প : - দুষ্ট লোকের কথা শুনতে নেই।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুষ্ট লোকের কথার কারণে আমার শ্বশুরের দুটো চোখ প্রায় নষ্টর পথে ছিল। যদিও এই কথাগুলো আমি আমার শাশুড়ির মুখ থেকে শুনেছিলাম। এবং অনেক অনেক আগের কথা আমার শাশুড়ি বলেছেন। আমার শ্বশুরের চোখে হালকা সমস্যা দেখা দিল। আমার শ্বশুর হচ্ছে একজন আলেম মানুষ। মাদ্রাসা এবং সকালবেলা মক্তবে ছেলে-মেয়ে পড়াতেন। আর আমার শশুর এমনিতে অনেক সরল মানুষ ছিল। যখন তার চোখে একটু সমস্যা দেখা দিল। তখন এলাকার একটি লোকের সাথে তার চোখের ব্যাপারে কথা বলেন। কিছু লোক আছে লতা পাতা দিয়ে মানুষের চোখে চিকিৎসা করে।
সেরকম একটি লোক এর সাথে আমার শ্বশুর কথা বলেছিল। এবং লোকটি বলেছিল সকাল-বিকাল ২ বেলা চোখের মধ্যে লেবুর রস দেওয়ার জন্য। তাহলে তার চোখ ঠিক হয়ে যাবে এবং সে আগের মত সবকিছু দেখতে পারবে। আর আমার শ্বশুর এই কথাগুলো বিশ্বাস করেছিল। তারপর আমার শ্বশুর সকাল বিকাল দুই বেলা চোখের মধ্যে লেবুর রস দিতেন। এভাবে কিছুদিন যাওয়ার পর আমার শ্বশুরের চোখ দুটো দিয়ে তেমন কিছু দেখতে পারতেন না। বলতে গেলে চোখের সামনেও তেমন কিছু দেখতেন না। আর লেবুর রস দেওয়ার কারণে চোখ দুটো প্রায় নষ্টের পথে ছিল। ওই সময় আমার হাজব্যান্ড এবং তার বড় ভাই গুলো বারবার জিজ্ঞেস করল কে তাকে এই পরামর্শ দিল।
তবে আমার শ্বশুর মনে করলেন তার নাম বললে ঝগড়া হবে। এই কারণে ওই লোকের কথা বলে নাই। এবং বলেছে এই কথা সে যদি হিংসা করে এই কথা বলে। আমার চোখ দুটো নষ্টের পথে। তাহলে আল্লাহ তার বিচার করবে। আমি আগে বলেছি আমার শ্বশুর আলিম মানুষ। এই কারণে তার ছেলেদেরকে এই কথা বলে নাই কে এই কথা বলল তাকে চোখের রস দেওয়ার জন্য লেবুর। তবে আমার হাজবেন্ড অনেক করে বলেছিল নামটি বলার জন্য। তাকে একটি দোকান দরিয়ে দেবে যেন সেই সুন্দর মতো বসে চোখের চিকিৎসা করাতে পারে। আর আমার শ্বশুর বলতে লাগলো তোমরা তার সাথে ঝগড়া করবে। আমি আল্লাহর কাছে তার বিচার দিলাম।
এরপর আমার শ্বশুরের চোখ দুটো দুই জায়গাতে অপারেশন করানো হলো। একটি চোখ চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অপারেশন করালো এবং নতুন করে চোখের মধ্যে চোখের পাত বসালেন। তারপর কিছু মাস যাওয়ার পর তার অন্য চোখও অপারেশনের মাধ্যমে ঠিক করলেন। আর আমার শশুর যখন সুস্থ হলেন তখন ওই লোককে জিজ্ঞেস করলেন। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করেছ। আমি তো তোমার ছেলেমেয়েকে ধর্মীয় শিক্ষা দিচ্ছি। তখন লোকটি বলতে লাগলো আমি দুষ্টামি করেছি। আপনার চোখের সমস্যা এই কারণ আমি দুষ্টামি করে লেবুর রস দেওয়ার জন্য বললাম। আর এই কারণে আপনার এত বড় ক্ষতি হবে আমি জানতাম না।
পরে আমার শ্বশুর বলল আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। তুমি ইচ্ছা করে আমার ক্ষতি করেছে। এরপর থেকে আমার শশুর আর কারো পরামর্শ শুনে না। কারণ একবার পরামর্শ শুনে তার দুটি চোখ প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে ছিল। তবে আমি মনে করি কারো সাথে অতিরিক্ত ফাজলামি করা ভালো না। না জেনে কিছু কাউকে পরামর্শ দেওয়া ভালো না। হয়তোবা সামান্য হাসি ঠাট্টার কারণে একটা লোকের অনেক বড় ক্ষতি হয়ে যায়। যেমনটি আমার শশুর এর চোখ নষ্টের পথেই ছিল। তবে কম বেশি সব জায়গাতে এ ধরনের লোক গুলো দেখা যায়। না বুঝে অতিরিক্ত মানুষকে জ্ঞান দিয়ে থাকে। আর তাদের সামান্য মিথ্যা কথার কারণে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আশা করে আমার পোস্টটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে এবং সচেতন হতে পারবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1967078528949907599?t=4tUySfhbYqEC2NPUcApDJg&s=19
https://x.com/bdwomen2/status/1968158967194128807?t=30AW-8Nw71mt2d4kVwWeaQ&s=19
https://x.com/bdwomen2/status/1968159735565475939?t=Ylo6JwzDGlFJGQHSBevA_A&s=19