লাইফ স্টাইল :- হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

IMG_20250613_200907.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হাজবেন্ডের জন্য কিছু কিনাকাটা করার মুহূর্ত। ঈদের পরে আমি রকি ভাইয়াদের বাড়িতে গেলাম। তখন আমার হাজব্যান্ড ও ওই সময় আমার সাথে ভাইয়াদের বাড়িতে গেলেন। আর বাড়িতে কাজ থাকার কারণে অনেক সময় মার্কেটে তেমন যাওয়া হয় না। আর দাগনভূঞা বাজার আমার হাজবেন্ডের বাড়ি থেকেও মোটামুটি অনেক দূরে আছে। আর রকি ভাই যাদের বাড়ি থেকে বাজারটি খুব কাছে। আমাদের বাড়ি থেকো দাগনভূঞা বাজার অনেক কাছে। তখন আমি আমার হাজব্যান্ড কে বিকেলবেলা বললাম কিছু কিনা কাটা করতে যাব। মূলত আমার ইচ্ছা ছিল তাকে পছন্দের কিছু জিনিস গিফট করবো।

IMG_20250613_200119.jpg

IMG_20250613_200116.jpg

তারপর আমার হাসবেন্ডও রাজি হয়ে গেলেন। এরপর আমরা টাইম ঠিক করলাম সন্ধ্যার পরে বাজারে যাব। তারপর আমরা মাগরিবের নামাজ পড়ে দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও সাথে আমাদের ছোট ভাই রিয়াদ ছিল। রিয়াদ বলতে আমার খালাতো ভাই। তাকে নিয়ে আমরা বাজারে গেলাম। তবে আমি প্রথমে চলে গেলাম কাপড়ের দোকানে। আর কাপড় দোকানে গিয়ে কাপড় গুলো দেখতে লাগলাম। যদিও দোকানদার আমাদের পরিচিত এই কারণে ওইখানে কিছু কিনতে হলে দরদাম করতে হয় না। তবে ওই সময় আমি আমার হাজব্যান্ডকে কিছুই বলি নাই কার জন্য কি কিনব। এরপর আমার খালাতো ভাই রিয়াদকে নিয়ে আমি শার্ট এবং গেঞ্জি ও অন্যান্য জিনিস দেখতে লাগলাম। ওই সময় আমার হাজব্যান্ড বলতে লাগল কার জন্য কিনছি বার বার জিজ্ঞেস করতে লাগলো।

IMG_20250613_200140.jpg

IMG_20250613_200054.jpg

তারপর আমি বলতে লাগলাম হবে একজনের জন্য। এরপর আমি পছন্দের দুটি শার্ট নিয়ে নিলাম। তবে শার্ট দুটি ১০০০ টাকার মধ্যে হয়ে গেল। এরপর গেঞ্জি ও দেখতে লাগলাম। তবে প্রথম যে গেঞ্জি গুলো আমি দেখেছিলাম ওইগুলো আমার হাজবেন্ডের পছন্দ না। এই কারণে সে বলতে লাগলো এই গেঞ্জি গুলো তার পছন্দ না। যদিও আমি তার কথা বলি নাই। আমার হাজব্যান্ড বলার কারণে আমি ওই গেঞ্জি গুলো কিনে নাই। এরপর আমি অন্য গেঞ্জি দেখতে লাগলাম। তারপর পছন্দের দুটি গেঞ্জি কিনেছিলাম। তবে এইখান থেকে পরিবারের জন্য আরও কেনাকাটা করেছি। বিশেষ করে গামছা দরকার ছিল পরিবারের সবার জন্য। এজন্য আমি গামছা দেখতে লাগলাম। তারপর পছন্দের একটি গামছা কিনে নিলাম ।

IMG_20250613_200233.jpg

IMG_20250613_200155.jpg

এরপর আরো অন্যান্য জিনিস কেনাকাটা ছিল সেগুলো কিনার জন্য চেষ্টা করলাম। তবে মজার বিষয় হচ্ছে আমার মেয়ে সেই কাপড় দেখে ওই কাপড় নিতে চাই। এই কারণে আমি আমার হাজবেন্ডের কাছে মেয়েকে রাখলাম। আর মেয়ের জন্য ছোট ছোট কয়েকটি গেঞ্জিও ছোট প্যান্ট কিনেছিলাম। কারণ ছোট বাচ্চাদের কাপড় একটু এমনিতে বেশি লাগে। কারণ কিছুক্ষণ পর পর কাপড় গুলো নোংরা হয়ে যায়। এজন্য হাজবেন্ডের পাশাপাশি মেয়ের জন্য কিছু কিনা কাটা করেছিলাম। তবে মেয়ের গেঞ্জি গুলো আমার হাজব্যান্ড পছন্দ করে দিল। কারণ মেয়ের জন্য কাপড় কিনতে লাগলাম এই কারণে সেই বলতে লাগলো এইগুলো নাও।

এরপর আমি আমার হাজবেন্ডের জন্য জুতা কিনেছিলাম। জুতা কিনার পোস্ট অন্য কোনদিন পোস্ট করব। তবে কেনাকাটা করার পর আমরা চলে গেলাম একটি খাওয়ার রেস্টুরেন্টে। আর ওইখানে এর আগেও অনেকবার গিয়েছে খাওয়া-দাওয়া করার জন্য। আর ঈদের কারণে ওইখানে ওই সময় শুধু চা পরোটা আর ডাল বিক্রি করা হচ্ছে। অন্য কিছুই ওই সময় ঈদের কারণে বিক্রি করা হচ্ছে না। যদিও আমার হাজব্যান্ড ভালো কিছু খাবার জন্য আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেল। তারপর কি আর করা যায় ডাল পরোটা এবং চা খেলাম। তবে এইখানে চা গুলো খেতে বেশ মজা লাগে। সত্যি বলতে ঐদিন প্রিয় মানুষ এর জন্য কিনা কাটা করতে গিয়ে নিজের কাছে খুব ভালো লাগলো। চেষ্টা করি নিজের হাতের টাকা থাকলে প্রিয় মানুষের জন্য কিছু কেনাকাটা করতে। আশা করি আমার কেনাকাটা করার মুহূর্ত পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250613_200246.jpg

IMG_20250613_200236.jpg

IMG_20250613_200051.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemX

Sort:  
 last month 

এই গরমে সন্ধ্যার দিকে বাজারে গিয়ে ভালো করেছেন আপু। ভাইয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো।

 last month 

Screenshot_2025-06-23-20-21-38-567_com.twitter.android.jpg

Screenshot_2025-06-23-20-19-11-485_com.twitter.android.jpg

Screenshot_2025-06-23-20-14-44-407_com.twitter.android.jpg

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg