গল্প :- ঝগড়া।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।


dispute-4033248_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি ঝগড়ার কাহিনী শেয়ার করবো। ঝগড়া কথা শুনলে এমনিতে বুঝা যায় কোন না কোন ঝগড়া লেগে গেছে। আর ঝগড়া হচ্ছে এমন সামান্য কিছু নিয়ে কথা কাটাকাটি হলে ঝগড়া হয়। আমাদের এইখানে কিছুদিন আগে সেরকম একটা ঝগড়া ঘটেছিল। সামান্য কিছু কথা নিয়ে এবং কিছু জিনিস নিয়ে ঝগড়া লাগলো। মূলত এখন আমের সিজন। আর আম নিয়ে কমবেশি প্রত্যেক বাড়িতে ঝগড়া হয়। মূলত গ্রাম অঞ্চলে পাকা আম পাওয়া যাচ্ছে এখন। আর আম এমন একটি জিনিস সবাই খেতে পছন্দ করে। পাকা আম খাওয়ার মজাই আলাদা।

কিছুদিন আগে দুই ফ্যামিলির মধ্যে আম নিয়ে ঝগড়া হয়েছিল । মূলত আম গাছটি দুই পরিবারের ছিল। তবে এক পরিবারের একটি মেয়ে দুইটি আম নিয়েছিল খাওয়ার জন্য। তখন অন্য ফ্যামিলি বলতেছে জিজ্ঞেস না করে কেন আম নিল। আর এই নিয়ে কথা বাড়তে বাড়তে অনেক কথা আসতে লাগলো। এমন সময় মেয়েটির বাবা রাগ করে আমগাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিল। আর আম গাছ কাটার সিদ্ধান্ত নেওয়ার কারণে তাদের পুরনো ভেজাল চালু হয়ে গেল। মূলত পরিবারের মধ্যে অনেক ধরনের ঝগড়া থাকে। বা কারো গোপন কথা থাকতে পারে। আর এইসব ঝগড়ার কারণে অনেক কিছু বাইর হয়ে আসে।

মূলত মেয়েটি বড় ছিল তখন আম নিয়ে যখন ঝগড়া করল। তখন এক ফ্যামিলি কে এক ফ্যামিলি আজেবাজে কথা বলতে লাগলো। এমন সময় মেয়েটি অন্য ফ্যামিলি কে বাজে কথা বলল। এ কথা বলার পর ওই ফ্যামিলির লোকগুলো মেয়ের পরিবার এবং মেয়ের বিভিন্ন কথা বাড়ির লোকেদের সামনে বলতে লাগলো। এই অল্প বয়সে মেয়েটি দুটি ছেলের সাথে প্রেম করে। আর এই মেয়ের চরিত্র ভালো না এমন ভাবে কথা বলতে লাগলো অন্য ফ্যামিলি। প্রেম করা ভালো তবে দুই জনের সাথে প্রেম করা মোটেই ভালো না। মূলত তাদেরও একটি মেয়ে আছে সমবয়সী। তারা দুইজন একসাথে বসে কথা বলে।

একজনের কথা একজনের কাছে শেয়ার করে। এই কারণে মেয়েটির দুটি ছেলের সাথে প্রেম করে এই কথা ওই ফ্যামিলির মেয়ে বলতে লাগলো। তখন এই মেয়েটি বলতে লাগলো বাড়িতে কোন ছেলের সাথে তার প্রেম আছে। তোমার মেয়ে এতই ভালো হলে বাড়িতে দূর সম্পর্কের চাচার সাথে প্রেম করে নাকি। আর চাচাতো এমনি যে বাবার সমতুল্য থাকে। এই কথাগুলো একজনকে একজন বলতে লাগলো। আর সামান্য আমের কারণে মেয়ে দুটির গোপন কথা সবাই জেনে গেল। মূলত কে কার সাথে প্রেম করে কি করে একজনকে একজন বলতে লাগলো সবার সামনে। এতে করে মনে হচ্ছে তারা প্রতিদ্বন্দ্বিতা নেমেছে কথা বলার জন্য।

আসলে বন্ধু-বান্ধব থাকা ভালো। আর সামান্য কিছু নিয়ে ঝগড়া করে যখন গোপন কথা বলে দেই এরকম বন্ধু-বান্ধব থাকা কোন দরকার নেই। কারণ সামান্য আম নিয়ে ঝগড়া করে এক পরিবারের কি ঘটেছে অন্য পরিবারের কি হয়েছে সব বলতে লাগলো একজনের সামনে থেকে একজন। আর এসব কথা বাড়ির লোক গুলো জেনে গেল এবং নিজেদের জন্য লজ্জা হল। এই কারণে বাড়িতে কিছু কিছু মানুষ আছে সামান্য ঝগড়াকে অনেক বড় করে ফেলে। আসলে এই ঘটনাটি কিছুদিন আগে আমাদের পাশের বাড়িতে করেছিল। আর পরিবারের মা-বাবার কাছে মেয়ে দুইজন অপরাধী হয়ে গেল। কারণ তারা কে কার সাথে প্রেম করে সেই কথা বাইর হয়ে আসলো। এই হচ্ছে সামান্য আম নিয়ে ঝগড়ার কাহিনী।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_2025-05-12-20-09-09-265_com.twitter.android.jpg

Screenshot_2025-05-12-20-04-15-706_com.twitter.android.jpg

 2 months ago 

আপনার শেয়ার করা বাস্তব ঘটনাটি একটি গ্রামীণ সমাজের ছোট্ট একটি ঘটনার মাধ্যমে বৃহৎ সামাজিক বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। সামান্য একটি আমকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঝগড়াটি কেবল দুই পরিবারের তর্কাতর্কিতে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ব্যক্তিগত গোপনীয়তা, পারিবারিক মান-সম্মান এবং সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলেছে।

 2 months ago 

গ্রাম অঞ্চলে কিছু কিছু ঝগড়া হয় যেগুলো খুবই হাস্যকর। কারণ সামান্য আম নিয়ে ঝগড়া শুরু করল। আর এই ঝগড়া থেকে অনেক ধরনের ব্যক্তিগত কথা বাইরে আসলো। এই কারণে অনেকে বলে ব্যক্তিগত কথা কারো সাথে শেয়ার করা ভালো না। যেমন মেয়ে দুটি আম নিয়ে ঝগড়া করে তাদের একজনের ব্যক্তিগত কথা অন্যজনে বলে দিলেন।