ছোটবেলার স্মৃতিচারণ।

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

IMG_20250423_193819.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোটকালের স্মৃতিচারণ পোস্ট। ছোট কালের স্মৃতি মানুষের মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। আর ছোটকালে স্মৃতিগুলো সব সময় মানুষকে হাসায় এবং কাঁদায়। যেমন ছোটকালের স্মৃতিগুলো যখন মধুর হয় তখন ওই স্মৃতি মনে পড়লে মানুষ খুশিতে আত্মহারা থাকে। আবার কিছু কিছু স্মৃতি আছে কষ্টের যেগুলো মনে পড়লে চোখ দিয়ে পানি পড়ে। তবে আমি আজকে শেয়ার করব ছোটকালের মজার একটি স্মৃতিচারণ। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার সাথে আমার জ্যাঠাতো বোনের একটি মেয়েও পড়ালেখা করত। আমার জ্যাঠাতো বোনের মেয়ে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে।

আর আমরা দুইজন সমবয়সী। এই কারণে সামান্য কিছু নিও ঝগড়া করি। তবে আমরা যখন ছোট ছিলাম তখন শুক্রবারে বাংলা টেলিভিশনে বাংলা ছায়াছবি দেখানো হতো। যদিও ছবিগুলো দেখতে ভালো লাগতো। আর সামান্য ছবি দেখলে তারপরে আবার বিজ্ঞাপন আসে। আর ওই সময় বিজ্ঞাপনের কারণে শুক্রবারে ছবি দেখতে অনেক বিরক্ত লাগতো। তখন শুক্রবারে তার নানার ঘরে টেলিভিশন ছিল। আর স্কুলে আমার সাথে জেঠাতো বোনের মেয়ের সাথে ঝগড়া হয়েছে। মেয়েটির নাম হচ্ছে শিল্পী। যখন শুক্রবারে আমি তার নানার ঘরে টেলিভিশন দেখতে গেলাম। তখন শিল্পী আমাকে টেলিভিশন দেখতে দেয় নাই। আমাকে ঘর থেকে বাইর করে দিল। এবং টেলিভিশন না দেখতে দেওয়ার কারণে আমি অনেক কান্নাকাটি করেছিলাম।

এরপর মেয়েটির উপর আমার অনেক রাগ হয়েছে। এই কারণে মেয়েটির সাথে ঝগড়া করার জন্য আমি প্রস্তুত ছিলাম। যদিও টেলিভিশন দেখতে না দিয়ে আমাকে ঘর থেকে বাইর করে দিলেন। কিছুক্ষণের পরে তার নানু এবং মা আমাকে আবার করে ডেকে টেলিভিশন দেখার জন্য দিলেন। ওই সময় মেয়েটি শুধু ঝগড়া করার জন্য চেষ্টা করল। আর আমি শুক্রবারে ছবি দেখার জন্য তার সাথে ওইখানে ঝগড়া করি নাই। কারণ ওই সময় ছবিগুলো দেখতে খুব ভালো লাগতো। তবে ঐদিন আমাদের সবার প্রিয় সালমান শাহর একটি ছবি দিয়েছিল টেলিভিশনে। আর সালমান শাহ ছবি মানেই অন্য কিছু। এবং শিল্পী যতক্ষণ ছবি দেখতে লাগলাম ততক্ষণ সে আমাকে উল্টাপাল্টা কথা বলে গাল দিতে লাগলো। ছবিটি দেখার জন্য তার সাথে আমি ঝগড়া করি নাই।

এরপর একদিন মেয়েটি আমাদের ঘরের সামনে বল দিয়ে ডাংগি খেলছে। তবে ডাংগি বলতে ছোট থাকতে আমরা গ্রামে বল দিয়ে ডাংগি খেলতাম। আবার মাটির জিক দিয়ে কুতকুত খেলতাম। যখন আমাদের ঘরের সামনে শিল্পী খেলা খেলতে আসলো। তখন তাকে আমি বললাম এইখানে তাকে খেলাধুলা করার জন্য দেব না এবং তাকে খেলতে নেব না। এরপর মেয়েটি আমার সাথে আমাদের ঘরের সামনে ঝগড়া লেগে গেল। তবে আমার হাতে বল ছিল ওই বলটি দিয়ে মেয়েটির নাকে আঘাত করলাম। সাথে সাথে মেয়েটির নাক দিয়ে রক্ত পরতে লাগলো। সত্যি মেয়েটির নাক দিয়ে যখন রক্ত পড়তে লাগলো আমি অনেক ভয় পেয়ে গেলাম। সাথে সাথে আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে অন্য জায়গা চলে গেলাম।

আর ওই সময় আমার মা বাবা বলতো আমার নাকি মাথা গরম ছিল। তবে সবাই আমাকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো। কারণ ওই সময় ছোট ছিলাম অন্যদিকে আসরের পরও ছিল। আর মেয়েটিকে সাথে সাথে তার নানু এবং মা ওষুধ দিয়ে রক্ত বন্ধ করল। এরপর আমার মায়ের কাছে যখন বিচার দিল বলতে লাগলো ঘরে আসলে বিচার করবে। রাত্রে বেলা যখন আমি ঘরে আসলাম অনেক ভয়ে ভয়ে ছিলাম। এরপর আমার মা আমাকে ভালই শাসন করেছে। এবং শাসন করতে করতে বলল যেন আর এভাবে কাউকে আঘাত না করি। আর আমি ভয় বলতে লাগলাম কখনো এভাবে কাউকে আঘাত করব না। সত্যি বলতো ঐদিন আমার ভাগ্নিটির সাথে দেখা হল অনেক বছর পরে। আর মেয়েটি যখন কথাগুলো বলল স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই হচ্ছে ছোটকালের স্মৃতিচারণ পোস্ট। আশা করি পোস্টটি পড়ে আপনাদের কাছে মোটামুটি ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰