গল্প :- মানুষ তার কর্মের ফল ঠিক একদিন পেয়ে থাকে।(শেষ পর্ব)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
এর আগেও এই গল্পের প্রথম পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে আবারো দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। ওই সময় পারভেজ এই কথা শুনে আরো জোরে হাসতে লাগলো। বলতে লাগলো আমার জীবনে আরো ভালো ভালো মেয়ে আসবে। তোমার মত মেয়েকে আমি প্রেম করেছি বিয়ে করব না। এই বলে সুমির প্রেমকে সে অপমান করলেন। এবং সুমি আরো আজেবাজে কথা বললেন। আর সুমি বাড়িতে এসে পারভেজের উপর রাগ করে বিষ পান করেছিল। যদিও সুমি তাদের পরিবারের একটি মাত্র মেয়ে ছিল। সাথে সাথে তার মা এবং বাড়ির লোক গুলো হাসপাতালে নিয়ে গেলেন। এবং চিকিৎসা করানোর পর সুস্থ হলেন। আর সুমি ওই সময়ে মনে করলো এই কথা শুনলে পারভেজ তাকে দেখতে হাসপাতালে যাবে। এবং তার ভালোবাসা মেনে নেবে পারভেজ।
তবে পারভেজ হাসপাতাল বা বাড়িতে গিয়ে খোঁজ নেই নাই। এবং একটি মোবাইলের কল পর্যন্ত করে নাই। তখন সুমি বুঝতে পারলেন পারভেজ এর কাছে তার ভালোবাসার কোন দাম নেই। এরপর রাগে এবং ক্ষোভ নিয়ে সুমি অন্য জায়গায় বিয়ে বসলেন। এবং যেখানে সুমির বিয়ে হয়েছেন ওইখানে ভালো জায়গায় তার বিয়ে হয়েছে। এবং সুমির হাজব্যান্ড ও ভালো ছিল। তবে পারভেজ লেখাপড়া করে যখন বিয়ে করার জন্য পাত্রী দেখলেন। তখন তার মা-বাবা এক বড়লোকের মেয়েকে ঠিক করেছেন। কারণ মেয়েটির বাবার অনেক টাকা পয়সা আছে। যদিও পারভেজ ওই মেয়ে বিয়ে করার জন্য রাজি ছিল না। তার মা-বাবা ওই মেয়েকে ঠিক করেছেন।
এবং পারভেজ ভাই ওই মেয়েকে বিয়ে করলেন। তবে মজার ব্যাপার হচ্ছে পারভেজ ভাইয়ের ওয়াইফ কালো এবং অনেক মোটা সামনের দাঁতগুলো বড় বড়। আর পারভেজ ভাইয়ের ওয়াইফ দেখে অনেকে বলল পড়ালেখা করা একটি শিক্ষিত ছেলে কি মেয়ে বিয়ে করলেন। আর এই ওয়াইফের চেহারা পর্যন্ত ভালো না। তখন পারভেজ মনে মনে চিন্তা করতে লাগলো সুমি যেই কথা বলে তাকে অভিশাপ দিয়েছে সেই কথা লেগে গেল। কারণ সুমি বলেছে সে এমন মেয়ে বিয়ে করবে তাকে নিয়ে কোথাও যেতে পারবে না। আর তুমি এত মেয়ের সাথে প্রেম করে মেয়েদের জীবন নষ্ট করেছ। তোমার ওয়াইফের চেহারা দেখলে মানুষ দ্বিতীয়বার দেখার জন্য চাইবে না।
আর এখন পারভেজ ভাইয়ের ওয়াইফ কালো মোটা এবং লম্বার কারণে দেখতো কিন্তু ভয়ঙ্কর লাগে। আর এখন পারভেজ ভাই বুঝে গেলেন। সুমির অভিশাপ তার জীবনে লেগে গেল। আর এই কথা সে কাউকে বলতেও পারে না। যদিও আমার হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক বিধায় তাকে বলেছেন। আর পারভেজ ভাই সত্যি বলতে তার ওয়াইফকে নিয়ে কোথাও যায় না। পারভেজ যতগুলো মেয়ের সাথে প্রেম করেছে তার থেকে একটি মেয়েকে বিয়ে করলে তার জন্য ভালো হতো। তবে পারভেজ ভাই অভিনয় করে মেয়েদের সাথে প্রেম করে অনেক মেয়েকে কষ্ট দিয়েছেন। এই কথা পারভেজ ভাই নিজেও স্বীকার করে। কারণ তার প্রেমের সম্পর্ক কত মেয়ের সাথে ছিল সে নিজেও জানে না।
যদিও বর্তমানে পারভেজ ভাইয়ের দুটি ছেলে মেয়ে আছে। আর সুমি তাদের বাড়ির পাশে বিদায় তার সাথে মাঝেমধ্যে দেখা হয়। তবে সুমি কখনো পারভেজ ভাইয়ের মুখের দিকে তাকাই না। কারণ পারভেজ ভাই বিশ্বাসঘাতকতা করেছে এই কারণে তার নাম শুনতে পারে না। যদিও পারভেজ ভাই সুমির সাথে কথা বলার জন্য চেষ্টা করে। অন্তত তার ভুল বুঝে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর সুমি এখনো পর্যন্ত পারভেজ ভাইকে মন থেকে ক্ষমা করে নাই। এবং পারভেজ ভাই সব সময় এখন বলে সুমির অভিশাপে তার ওয়াইফ এরকম তার জীবনে পড়েছেন। আর এই কথাগুলো বলে মাঝেমধ্যে পারভেজ নিজেকে অপরাধী মনে করে। এই হচ্ছে পারভেজ ভাইয়ের জীবন কাহিনী।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1943293782612496880?t=AF70uMJFyIhFLGI1UzqH1w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hello @bdwomen,
What a compelling second installment to Parvez's story! It's fascinating how you weave a cautionary tale about karma and the lasting impact of our choices in relationships. The narrative is engaging, and the cultural context makes it all the more relatable.
I especially appreciate how you've structured the story with relatable characters, vivid descriptions, and images. It provokes thought about love, regret, and the consequences of actions.
Keep up the great work! I'm eager to read more of your stories and see what other creative content you bring to Steemit. For other readers, what lessons do you draw from Sumi and Parvez's experiences? Let's discuss in the comments!
https://x.com/bdwomen2/status/1943295019630129184?t=s8NHptkZMgD1FwUKc5PPwg&s=19
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ আছে নিজেকে অহংকারী মনে করে। যেমনটি পারভেজ নিজেকে অনেক অহংকারী মনে করেছেন। আর সুমি অনেক কষ্ট নিয়ে এই কথা বলেছে পারভেজকে। এবং লাস্ট পর্যন্ত দেখলাম সুমির কথায় লেগে গেল। ধন্যবাদ বাস্তব একটি গল্প শেয়ার করার জন্য।