ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি। আর কুমড়ো ফুল গুলো একটু বড় দেখতে কিন্তু ভালো লাগে। এবং এই ফুলগুলোর কালার চমৎকার। আর কিন্তু গ্রাম অঞ্চলে সিজনে এই সবজি গাছগুলো বেশি রোপন করা হয়। অনেকে আবার জমির মধ্যে আবার বাড়ির মধ্যেও এই গাছ গুলো রকম করে। অনেকদিন আগে ঘুরতে গিয়ে আমি এই চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20250401_111556.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে বাদাম গাছের ফটোগ্রাফি। বাদাম কিন্তু গ্রাম অঞ্চলে অনেক চাষ করা হয়। বাদাম গাছ কখন করলে এই গাছগুলোর মধ্যে উপরে ফুল ফুটে। আর কিন্তু বাদাম ধরে মাটির নিচে। তবে বাদাম ফুলের মধ্যে কোন বাদাম ধরে না। তবে বাদাম দখল ধরে তখন গাছগুলো লাল হয়ে যায় হালকা। অনেকদিন আগে ঘুরতে গিয়ে এই বাদাম গাছের ফটোগ্রাফি করেছিলাম আমি। তাই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20250401_110123.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত এবং পছন্দের ফুল গোলাপ ফুল। গোলাপ ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। গোলাপ ফুলের পাপড়ি এমন অসাধারণ তেমনি ফুলের সৌন্দর্য অসাধারণ। গোলাপ ফুল অনেক জাতের অনেক রকমের আছে। সব কালারের গোলাপ ফুল আমার কাছে বেশি ভালো লাগে। তবে অনেকেই গোলাপ ফুলকে ফুলের রানী ও বলে। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি গোলাপি করেছিলাম। তাই গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20250417_114756.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফুল। এই ফুল আমরা সবাই কমবেশি অনেক চিনি। আর এই ফুলগুলো কম-বেশি সব জায়গাতে দেখা যায়। এবং এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল গাছের মধ্যে ফুটলে কয়েকদিন ফুলগুলো তাজা থাকে। আর রঙ্গন ফুল গাছগুলো আকার বড় হয়। অনেকদিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম নার্সারি বাগান থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20250521_114654.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে তেলাকুচা ফুল ফুলের ফটোগ্রাফি। এ ফুলগুলো সবুজ পাতার মধ্যে সাদা কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তেলাকুচা পাতাগুলো আবার ভর্তা করে খাওয়া যায়। আর এই গাছগুলো অযত্নে অবহেলায় যেখানে সেখানে বড় হয়। তবে অনেকে বলে এই গাছের পাতা নাকি ওষুধ এর পাতা। এগুলো খেলে নাকি শরীরের জন্য ভালো হয়। অনেকদিন আগে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তাই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20250401_105859.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Hello @bdwomen! What a delightful collection of photographs showcasing the beauty of Bangladesh! I especially loved the chal kumro (pumpkin flower) and your explanation of how it's grown. Each photo, from the বাদাম (peanut) flowers to the গোলাপ (rose), tells a story of your surroundings. Your passion for photography truly shines through. It's wonderful how you connect with nature and share it with us. Keep up the fantastic work; your unique perspective is much appreciated! I encourage everyone to explore these beautiful shots and share their favorite flower in the comments!

 yesterday 

জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। এভাবে চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

 yesterday 

চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে বাদাম গাছ এর আগে কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 yesterday 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 9 minutes ago 

ওয়াও আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।