সবারই পরিবারে এমন একজন থাকে যে নিজের পরিবারটাকে আগলে রাখেন। আপনার দাদি মারা যাবার পর থেকে আপনার ফুফু আপনাদের খেয়াল রাখে শুনে ভীষণ ভালোই লাগলো। নিজের সন্তানদের থেকেও আপনাদেরকে নিয়ে বেশি চিন্তা করে তিনি। এমন ফুফু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমাদের তো ফুফু নেই তাই ফুফুর ভালবাসা কখনো পাওয়া হয়নি। আপনার ফুফু আপনার থেকেও বিরিয়ানি খেতে পছন্দ করে শুনে ভালো লেগেছে। আমারও খেতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর ভাবে পুরো পোস্টটি আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করলেন।
ধন্যবাদ আপু,অশেষ ভালোবাসা।