You are viewing a single comment's thread from:
RE: ব্যাচেলার লাইফে বাসা খোঁজার অভিজ্ঞতা
স্টিমের টাকা দিয়ে নতুন ফোন কিনেছেন শুনে খুব ভালো লাগলো। ছয় বন্ধু মিলে তাহলে ব্যাচেলার রুম নেওয়ার চেষ্টা করতেছেন। তবে অনেক জায়গাতে ব্যাচালার রুম দিতে রাজি হয় না। অনেকগুলো রুম খুঁজলেন কিন্তু বাসার মালিক ব্যাচেলার কথা শুনে দিতে চাইতেছে না। একটি অবাক করা বিষয় হচ্ছে এক বাসা ওয়ালা আন্টি বাসা ভাড়া দেবে বলে অগ্রিম ২০০০ টাকা নিলেন। তার ছেলের কথা শুনে টাকাগুলো রিটার্ন করে দিলে। আসলে মহিলাটি বাসা ভাড়া না দিলে টাকাগুলো অগ্রিম কেন নিলেন। যাইহোক ছয় বন্ধু মিলে আরো বাসা খুঁজতে থাকেন এক সময় মিলে যাবে বাসা।
ঠিক বলেছেন আপু আপনি অগ্রিম টাকা নিয়েছিল কিন্তু বাড়িওয়ালা তার ছেলের কথামতো টাকাগুলো আবারো আমাদের ফিরিয়ে দিয়েছে তবুও বাসা ভাড়া দিতে চায় না।