You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জুরাসিক ওয়ার্ল্ড:ফলেন কিংডম

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনার কাছ থেকে আবারো একটা মুভি রিভিউ ভীষণ ভালো লাগলো। যদিও এই ধরনের ইংলিশ মুভি গুলো আমার একদমই দেখা হয়। আসলে ভাষা চেঞ্জ হওয়ার কারণে দেখতে ভালো লাগে না আমার কাছে। কিন্তু এমনিতে এই মুভি গুলোর কাহিনী কিন্তু দারুন লাগে। তবে আজকের মুভিটা রিভিউ করে মনে হচ্ছিল যেন আমি মুভিটা দেখতে পাচ্ছি। তবে এই মুভির কাহিনীটা অনেক ভয়ঙ্কর লেগেছে। প্রথমে তো দেখছি জঙ্গলের প্রাণীগুলোকে বাঁচিয়ে অন্য জায়গায় ছেড়ে দেওয়ার কথা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন একটা প্রাণীর ডি এন এ দিয়ে অনুপ্রাণের তৈরি করার কথা শুনেছি এটা তো আসলেই একদম ভয়ংকর। এটা একদম সত্য যে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কিছু করলে তার ফল কখনোই ভালো হয় না। আর এই মুভির কাহিনীটাও দেখছিস সেম হয়েছে। আসলে এসব বিষয়গুলো ভাবতেই কিরকম লাগে। আর এখানে একটা মাত্র প্রাণী তৈরি করার কারণেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তবে সব মিলিয়ে মুভিটার কাহিনী পড়ে ভালই লেগেছে।