You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ফাইটার

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা ফাইটার মুভিটা দেখছি যুদ্ধের কাহিনীর মতোই ছিল। এরকম মুভিগুলো আগে আমি অনেক বেশি দেখতাম তবে এখন খুব একটা দেখি না। আমি এমনিতে বেশিরভাগ সময় হিন্দি মুভি গুলো দেখি। আর যখন সময় পাই তখনই দেখার চেষ্টা করি। অনেক সময় তো দেখা যায় এক সপ্তাহ জুড়ে একটাই মুভি দেখেছি। পাকিস্তান এক কথায় অবৈধভাবেই কাশ্মীরকে নিজের দখলে আনতে চেয়েছে, কিন্তু সম্পূর্ণ কাশ্মীর ছিল ইন্ডিয়ার ভিতর। প্রথম প্রথম যদিও পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া কোনরকম অ্যাকশন নেয়নি কিন্তু তারা লিমিট ক্রস করার কারণেই ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। আসলে বসে বসে তো অত্যাচার এরকম ভাবে সহ্য করা সম্ভব না। তাই তারা পরবর্তীতে অ্যাকশন নিয়ে ভালোই করেছে। আসলেই এ ধরনের মুভি গুলো দেখতে খুব ভালো লাগে। আমি তো মনে করি শুধু বড়পর্দায় না, টিভির মধ্যে সবাই একসাথে বসে মুভি গুলো দেখতেও ভালো লাগে। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে পুরোটা।