আপু আপনি দেখছি অনেকগুলো পাতি হাঁসের ফটোগ্রাফি করেছেন। বাড়িতে পুকুর থাকলে পাতি হাঁস গুলো পুকুরের উপর বা পানির মধ্যে দেখা যায়। তবে অনেকে ই আমাদের এদিকেও পাতি হাঁসের পালন করে। সকাল বেলা যখন হাঁস বাসা থেকে ছেড়ে দেওয়া হয় তখন বাসার মধ্যে ডিম পাওয়া যায়। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে পাতি হাঁসের। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।
এক সময় আমার অনেক পাতিহাঁস ছিল।