আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বিড়ালের অরিগ্যামি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটি ঠিক বলেছেন রঙিন কাগজের ভাঁজ সঠিকভাবে না দিলে পোস্ট নষ্ট হয়ে যায়। আপনি ধৈর্য ধরে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বিড়াল এর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।