ভালো লাগে যখন ছোট ছোট অনু কবিতাগুলো পড়ি। কারণ ছোট অনু কবিতার মধ্যে মনের ছোট অনুভূতিগুলো লুকিয়ে থাকে। আর আপনি কিন্তু ভাইয়া সব সময় চমৎকার কবিতা এবং অনু কবিতা লেখেন। আর আপনার প্রতিটা অনু কবিতা পড়ে আমি কিন্তু অনুপ্রাণিত হয়। চমৎকার কিছু টপিক নিয়ে সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।