বাহ আপনি তো সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার চারটি অণু কবিতা লিখেছেন। আপনার লিখা প্রতিটা অণু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আর অণু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। আর এই ধরনের অণু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। ভালো লাগলো কবিতা গুলো পড়ে।