ঘুড়ি উড়াতে কিন্তু ছেলে-মেয়ে সবাই কম বেশি পছন্দ করে। আর ছোটকালে যখন বাড়ির ছেলেগুলো ঘুড়ি উড়াতে আমরাও যেতাম ঘুড়ি উড়ানো দেখতে। আর স্কুল জীবনে যখন ঘুড়ি উড়ানো হতো তখন সেই স্মৃতিগুলো এখনো মনের মধ্যে ধলা দেই। এবং ছোটকালের ঘুড়ি উড়ানো স্মৃতি আপনার আজীবন মনে থাকবে।
একদম ঠিক বলেছেন আপু ঘুড়ি উড়াতে সবাই কমবেশি পছন্দ করে। আর আমিও খুবই পছন্দ করতাম ছোটবেলায়।