💭⛅আকাশের ফটোগ্রাফি☁🌤 আমার বাংলা ব্লগ//২-০৭-২০২১
আসসালামু আলাইকুম
আজ সকাল থেকে বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তারপর বৃষ্টি থেমে যায়, একটু পর থেকেই আকাশ পরিষ্কার হতে থাকে এবং সূর্যের আলোক রশ্মি প্রকৃতির মাঝে ছুঁয়ে যায়। যেন প্রকৃতি তার নিজ সৌন্দর্য ফিরে পেল। প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
তখন আকাশের দিকে তাকিয়ে দেখি ঝকঝকে পরিষ্কার আকাশ। এতদিন পর এত সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশ দেখে মনটা আর মানলো না। তখন আমার মোবাইল ফোনটা পকেট থেকে বের করে আকাশের এই সৌন্দর্য ক্যামেরা বন্দি করলাম। এবং তা আপনাদের মাঝে শেয়ার করলাম। তাহলে দেখে নেওয়া যাক ছবিগুলো......।
⛅ আকাশের ফটোগ্রাফি 🌤
Device | Relme | Narzo | 30 | A |
---|
ছবিগুলোর ডিভাইস এবং লোকেশন একই।
আশা করি আমার আকাশের ফটোগ্রাফি গুলো সবাইকে ভালো লাগবে। আর লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ সবাইকে।
আমার নাম মোঃ আতিয়ার রহমান
আমার স্টিম আইডি নাম @beer75
আমি লেখাপড়ার পাশাপাশি ছোট একটা জব করি।
আমার দেশ বাংলাদেশ।
আমাদের ঢাকায় আজ সারাদিনই আকাশ মেঘলা ছিলো। তবে আপনাদের ঐ দিকের আবহাওয়া বেশ ভালো ছিলো মনে হচ্ছে, কারন আকাশ বেশ সুন্দর ও উজ্জ্বল দেখাচ্ছে। ফটোগ্রাফিগুলো ভালো ছিলো। ধন্যবাদ
জ্বী ভাইয়া একটার পর থেকে আকাশ পরিষ্কার ছিল আমাদের এই দিক।
ছবিগুলো অনেক ভালো হয়েছে।
ধন্যবাদ বন্ধু
ছবিগুলো অনেক ভালো হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাইয়া
ওকে ভাই
আকাশ টা অনেক সুন্দর লাগছে।অনেকদিন পর এমন আকাশ দেখলাম।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ
অনেক সুন্দর ফটোগ্রাফি বন্ধু যার, তুলনা হয় না।
ধন্যবাদ বন্ধু
আকাশের ছবিগুলি দারুণভাবে ক্যামেরা বন্দি করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য
ভালো তুলেছেন ছবিগুলো এবং ধন্যবাদ আপনাকে এই সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য