দাদা, আপনার লেখা 'বুনোফুল' কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। আপনার লেখা বুনোফুল কবিতায় মনের খুবই গভীর একটি ভাব প্রকাশিত হয়েছে। বুনোফুল' কবিতার নিচের লাইনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আর আমি!
আমি তখন বুনো ফুল হয়ে ফুটবো
সূর্যের প্রথম কিরণ গায়ে মাখবো
বৃষ্টির প্রথম স্পর্শ আলিঙ্গন করব
সৌরভে সুরভিত করব চারপাশ
আমার আর দুঃখ কিসের!
কাদা মাটি পুড়ে শক্ত হয়েছে তো সেই কবেই
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য।