ফটোশপ দিয়ে বরফ / স্নো এর ইলিউশান আর্ট
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো আর্ট পোস্ট৷ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। তার মধ্যে এই আর্ট পোস্ট অন্যতম ৷ সবসময়ই ভিন্ন ভিন্ন কিছু আর্ট আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি৷ বিশেষ করে প্রাকৃতিক যেসকল আর্টগুলো রয়েছে সেগুলো করতে আমার একটু বেশিই ভালো লাগে৷ আজকের যে আর্টটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সে আর্টের মধ্যে সবগুলো ডিজাইন খুব নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করলাম। একইসাথে এখানে যে রঙগুলো রয়েছে সেগুলোর সংমিশ্রণ ভালোভাবে দিয়ে দিলাম। আমি প্রত্যেকটি আর্টের এর পিছনে এতটা সময়ে দিতে থাকি যা আগে কখনোই দিতাম না৷ প্রতিনিয়তই কিছু ভিন্ন ধরনের আর্ট করতে করতে অনেক কিছুই চিন্তায় আসে এবং অনেকগুলো ডিজাইন দিয়ে আবার সেগুলো ডিলিট করে দিতে হয়৷ এর ফলে রঙের সংমিশ্রণ মেলাতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়৷ তাই এই আর্টগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায় এবং অনেকটাই কষ্ট হয়। তবে শেষ পর্যন্ত আর্ট করার পরে যখন আপনাদের সকলের ভালো লাগে তখন সেই কষ্ট একেবারে নিমেষেই শেষ হয়ে যায়
ফটোশপ দিয়ে বরফ / স্নো এর ইলিউশান আর্ট
প্রয়োজনীয় উপকরণ
- ডেস্কটপ
- এডোবি ফটোশপ ২০২৩
অংকন প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে ফটোশপ ওপেন করে নিলাম এবং এর মধ্যে একটি পেজ নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
এরপর এখানে একজন মডেলের ছবি নিয়ে নিলাম এবং কিছুটা কালার কম্বিনেশন করে দিলাম।
তৃতীয় ধাপ
এর পরবর্তীতে মডেলের ছবিকে আরো কিছুটা কালার কম্বিনেশন দিয়ে দিলাম এবং এর মধ্যে কিছুটা বরফ জাতীয় ডিজাইন এনে দিলাম।
চতুর্থ ধাপ
এরপর মডেলের ছবির ব্যাকগ্রাউন্ডে আরো একটু ব্লার করে দিয়ে এখানে বরফ জাতীয় ডিজাইন বসিয়ে দিলাম।
পঞ্চম ধাপ
এরপর এখানে বরফ জাতীয় ডিজাইন গুলোকে আরো ভালোভাবে ফুটিয়ে তুললাম। এখান মডেলের ছবিকে আরও অনেক বেশি পরিমাণে কালার কম্বিনেশন করে দিলাম।
সর্বশেষ আউটলুক
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | আর্ট |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Desktop |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1978632857028575234?t=4NgRxuoD-8juzYLlZJUMCQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978473098241515543?t=XeT4KL0XFIxOKL1L2oBoXA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978473108702183444?t=rewQS64iGXJZifUwQCDbqQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978473420729000156?t=okmyHAHh3TsTL7P40QExIQ&s=19