"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে প্রথমে আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম এবং প্রথমে দেখলাম যে সবাই খুব সুন্দর পোস্ট শেয়ার করেছে৷ এত সুন্দর কিছু পোস্ট দেখে আমার খুবই ভালো লাগছিল৷ সবার সুন্দর পোস্ট গুলো দেখে আমি খুবই অনুপ্রাণিত হলাম৷ আজকে ভাবলাম যে আমিও আপনাদের সাথে মিলিয়ে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করতে চাই৷ তাই আমি আমার পোস্টগুলো দেখে নিলাম৷ দেখলাম যে অনেকগুলো পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা হয়ে গিয়েছে৷ শুধুমাত্র এখনো পর্যন্ত অনু কবিতা পোস্ট শেয়ার করা হয়নি৷ তাই আমি ভাবলাম যে আজকে আপনাদের মাঝে আমি আমার অনু কবিতা পোস্ট শেয়ার করব।
তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ আমার অনু কবিতাগুলো একের পর এক দেখে নিলাম। দেখে নেওয়ার পর অনু কবিতাগুলোর যে সকাল বানান ছিল সবগুলো আমি ঠিক করে নিলাম৷ সবগুলো বানান ঠিক করে নেওয়ার পরে এদেরকে এদের নিজের জায়গা বরাবর বসিয়ে দিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি আপনারা যখন আমার এই অনু কবিতাগুলো পড়বেন তখন আপনাদের কাছে আমার অনু কবিতা অনেক ভালো লাগবে। গত সপ্তাহে আমি যে অনু কবিতা গুলো শেয়ার করেছিলাম সেখানে আপনারা খুব সুন্দর কিছু মন্তব্য শেয়ার করেছিলেন । যার ফলে আজকে আমি আরো সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার চেষ্টা করলাম।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
মনের মাঝে রাখলে ছল,
বাইরে হাসি, ভেতরে দুর্বল।
শেষে এসে সময় বলে,
ভুলে গেছো নৈতিক স্বর্গল।
অহংকারে ভাসো যদি,
হারাবে তুমি দিনের প্রভাতে।
অনু কবিতা-২
এখনো তোমার হাসির ঝলক,
বেঁধে রেখেছে আমার সত্তা,
যতই সময় চলে যাক,
তুমিই আছো, আমার সব কিছু হয়ে।
অনু কবিতা-৩
যতদিন বয়ে যাচ্ছে মনের গহীনে,
তোমার স্মৃতি গাঁথা রয়েছে এ মনে।
এখনো মন আঁকড়ে ধরে রয় তোমার স্মৃতি,
মাঝে মাঝে শুধু মনে লাগে ভীতি।
অনু কবিতা-৪
মনের কোনে রংধনু রয়,
রঙিন স্বপ্নে সে হাসি ছড়ায়।
কিন্তু রাত এলেই চুপচাপ হয়ে যাই আমি,
আকাশ দেখে ডুবে যাই যেন ঘন নীলভুমি।
অনু কবিতা-৫
যেমন কর্ম তেমন ফল,
সত্য কথা একেবারেই।
যা করবে আজকে তুমি,
কাল তা ফেরত আসবেই।
ভালো করলে ভালো পাবে,
খারাপ করলে খারাপ।
জীবন এক আয়নার মতো,
যা দেবে তাই তো ফোটে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1949658336015810567?t=vnBeECe0lmjF7xg5SuYNIA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1949442471328690539?t=Svs4V4iCWkD1KzKHKGVwaA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1949441935262745017?t=uvW8TlIF8W75oDSdvOfV-y24c8bQdRW08pZ35X0K5Do&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1949441919496736929?t=hp6MZXLcVdM6OZ6dQIAumg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1949481092786028930?t=fXS8Jf6OsWmYQo7sMy4HPw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1949481083000832227?t=1kTyji_iAeGRtoDI0m84Bw&s=19
আজকে আপনি কয়েকটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার কাছে সব সময় কোন কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগলো আজকের অনু কবিতার প্রত্যেকটি লাইন সাজিয়ে লিখেছেন দেখুন। আমি নিজেও এখনো অনু কবিতা লেখার চেষ্টা করি। আপনার প্রতিটি অনু কবিতা পড়ে আমার কাছে কিন্তু বেশি ভালো লাগলো।
ভাইয়া আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।বিশেষ করে দুই নাম্বার অনু কবিতা টি পড়ে আমার অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোষ্ট টি শেয়ার করার জন্য।