"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি ভাবলাম যে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়৷ তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ এর পূর্ব মুহূর্তেই আমি আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম৷ প্রতিনিয়তই এটি একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে কমিউনিটি থেকে ঘুরে আসতেই হবে৷ সব সময় কমিউনিটি থেকে ঘুরে আসতে আসতে অনেক পোস্ট দেখে আসি৷ সেই পোস্টগুলো দেখে অনেক মুগ্ধ হয়ে যাই৷ সেই পোস্টগুলো দেখে আমি অনেকটা অনুপ্রেরণা পেয়ে আমার নিজের পোস্ট তৈরি করার জন্য বসে পড়ি৷ আজকেও আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম এবং সবগুলো অনু কবিতা একের পর এক লেখা শুরু করে দিলাম।
এরপর যখন সবগুলো অনু কবিতা লেখা শুরু করে দিলাম তখন এখানে অনেক কিছুই মাথার মধ্যে আসছিল৷ সেই অনু কবিতাগুলো লেখার মধ্যে অনেকবারই অনেক ধরনের চেঞ্জ নিয়ে আসছিলাম৷ সবগুলো চেঞ্জ নিয়ে আসার পর সবকিছু একেবারে ভালোভাবে ঠিক করে নিলাম৷ সবকিছু ঠিক করে নেওয়ার পরে এর যে বানান রয়েছে সেটিও ভালোভাবে চেক করে অনু কবিতাগুলো তাদের জায়গা বরাবর বসিয়ে দিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আজকে যে অনু কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তা অনেক ভালো লাগবে৷ তাহলে চলুন আজকের এই অনু কবিতাগুলো দেখে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আমি হেরে গেলেও ভেঙে পড়ি না,
নতুন করে আবার পথ খুঁজি।
হার মানা মানে শেষ নয়,
বরং এ যেন এক জীবনের নতুন অধ্যায়।
অনু কবিতা-২
মাঝে মাঝে ভাবি অন্তিম গন্তব্য সবার একটাই,
চলার শেষে থেমে যেতে হয় তাই।
জীবন মানে আসা যাওয়ার একরকম খেলা,
তাই সবাই শেষে শুধু স্মৃতি রেখে যায় ।
অনু কবিতা-৩
সুখ-দুঃখ,হাসি-কান্না জীবনেরই সঙ্গী,
কখনো সুখ কখনো দুঃখ জীবনেরই ভঙ্গি।
অন্তিম ঠিকানা যে নয় ভয়ের নাম,
স্মৃতির মাঝে বাঁচে জীবনের সংগ্রাম ।
অনু কবিতা-৪
চলো চলে যাই অজানা পথে,
হাতে হাত রেখে দূরে কোন স্রোতে।
তবে কোথায় যাব তা আমি,
আজো জানি না যে ঠিক,
মন চায় শুধু হারাই দিক বেদিক ।
অনু কবিতা-৫
তুমি আমার প্রিয় মানুষ,
মনের ঘরের ছায়া।
তোমায় ছাড়া ভাবি না কিছু,
তুমি আমার সবকিছুর মায়া।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
https://x.com/bijoy1__2024_SB/status/1914151093548056782?t=V_-7eIlOlxH8j8Cn1BbDvA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913991515392954792?t=jj8sv9Rm_g8LVSLGd5ZXgw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913984758935359796?t=ZoZrVP282V_ksudnKNREjQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913942021049303288?t=ZnG1dsTs90FpVzZCR0zeYQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913901823489892381?t=QxDB1mGvNYn2pwC7dXyRJg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913901199046160874?t=HK8_ZxhEckBtevmRBG0e1A&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913984569700982896?t=jR98uNyAUQ_FZW1-mNXMgg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913963481843585374?t=gn66io5fghVsbdhTSkFyzA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913942005211963641?t=7agSfdhhbtzY8YxpUBOeNQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913901788345864575?t=GgMS_0ELYW00kdrHL-u52Q&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1913901109128704149?t=cr8lKwvnO7CtrofhA1qYhg&s=19
আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। কারণ এগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা হয়। আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।
অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর একটি মন্তব্য পড়ে৷
আপনি আজকে অসম্ভব সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমদিকের কবিতাগুলো অনেক বেশি মোটিভেশনাল এবং শেষের দুটি কবিতা ভালোবাসায় পরিপূর্ণ লেগেছে আমার কাছে। এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি মাত্র। মন্তব্য পড়ে খুব খুশি হলাম৷
আজকে আপনি খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো। আসলে মনের ছোট ছোট অনুভূতিগুলো মাথায় আসলে চমৎকার অনু কবিতা লেখা যায়। তবে আপনি এমনিতে চমৎকার অনু কবিতা লিখেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক খুশি হলাম আপনার এই সুন্দর মন্তব্য পড়ে।