"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে ভাবছিলাম যে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়৷ তাই প্রথমে ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম৷ সেখানে দেখলাম যে সবাই খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করেছেন৷ সবার সুন্দর সুন্দর পোস্ট গুলো আমাকে প্রতিনিয়ত অনেক মুগ্ধ করছে। সবসময়ই আমি তাদের পোস্টগুলো দেখে থাকি এবং সব সময় আমার মন্তব্য সেই পোস্টগুলোতে শেয়ার করার চেষ্টা করি৷ তাই আজকেও সবার পোস্টগুলো দেখে নিলাম এবং সবার সুন্দর সুন্দর পোস্ট গুলো দেখে খুব ভালই লাগছিলো৷ একই সাথে এই পোস্টগুলো যখন আমি দেখছিলাম তখন আমার মধ্যেও একটা ভাবনা এসেছিল যে আমিও যেন এরকম সুন্দর পোস্ট শেয়ার করতে পারি।
তাই আমি বসে পড়লাম আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য৷ একের পর এক সবগুলো অনু কবিতা লিখে নিলাম৷ অনু কবিতা গুলোর মধ্যে সবকিছু খুব ভালোভাবে ঠিক করে নেওয়ার পরে অনু কবিতার বানান এবং সবকিছু ঠিক করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আজকের যে অনু কবিতাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ তাহলে চলুন অনু কবিতাগুলো পড়ে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তুমি আমার প্রিয় মানুষ,
থাকো সদায় অন্তরে,
নিরবে জাগো তুমি
আমার মনের ভিতরে।
অনু কবিতা-২
অন্ধকার আকাশ, একলা আমি,
নীরবতা নামে যেন চারিদিকে।
তারারা তাকায়,আর মিটিমিটি জলে ,
মনটা আমার হারায় অপলকে।
অনু কবিতা-৩
কোন এক সময় চেয়েছিলাম তোমায়,
ভেবেছিলাম থাকবে পাশে সারাজীবন।
হয়নি বলা সব কথা খুলে,
আজও রয়েছে মনে গোপন।
অনু কবিতা-৪
তোমার দেয়া চিঠিগুলো রেয়েছে সযতনে ,
খুলে দেখি মাঝে মাঝে সম্পর্কের টানাপোড়নে।
পড়তে গেলে কেন জানি চোখে আসে জল,
স্মৃতির পাতায় বাজে শুধু তোমার কোলাহল।
অনু কবিতা-৫
তোমার আমার গল্প,
আজও হয়নি শেষ।
থেমে গেছে মাঝপথে,
নেই কোন তার লেশ।
অসমাপ্ত প্রেম যেন,
হারিয়ে গেছে।
দুঃখ নিয়ে এ হৃদয়,
আজও বেঁচে আছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ভালোবাসা রইলো আপনার প্রতি আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
https://x.com/bijoy1__2024_SB/status/1921724897979469980?t=gmrpO4VBXTAHGIixocdLvg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1921585116729548855?t=R9OZVgnVhrNOvdZAzpvk8w&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1921500614359405047?t=idthyc0RApzZEm_Fxk8KAQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1921482091432145036?t=k_RbE0JfI9TFi_zr92NRBA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1921500601956929624?t=gpLLYLWo6D37XLyk8kC9Fw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1921484054165156281?t=YRuwQbteienu8EoAcWf56g&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1921482105281810620?t=i8RKY0_e-3Lf-P1yIoGBFw&s=19
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।
সব সময় আপনার এই মন্তব্য পড়তে আমার অনেক ভালোই লাগে।
এরকম অনু কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। অনু কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে অনু কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে অনু কবিতা গুলো লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা গুলো লেখার জন্য।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এই সুন্দর একটি মন্তব্য পড়ে।
খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আপনার অনু কবিতা পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে গুছিয়ে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন । যা পড়তে ভালই লাগে। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
সব সময় এভাবে সুন্দর মন্তব্য শেয়ার করেন যা পড়ে আমার অনেক ভালোই লাগে।
আপনার লেখা অনু কবিতাগুলি অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটি কবিতায় যেন পূরণ না হওয়া অসমাপ্ত ভালোবাসার আবেগ লুকিয়ে আছে। তৃতীয় এবং পঞ্চম কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার কাছে তৃতীয় এবং পঞ্চম অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
আবেগে ভরা আপনার অনু কবিতাগুলি। অনেক সুন্দর ভাবে আপনি মনের ভাব প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে, কবিতাগুলি পড়তে বেশ ভালো লাগছিল। আপনার কবিতা আমার মন ছুয়ে নিয়েছে, এমন অসম্ভব সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এত সুন্দর এবং গোছানো একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।