"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে প্রথমে ঘুম থেকে উঠে পড়লাম এবং সেখানে আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম। দেখলাম যে কমিউনিটিতে সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেছেন৷ সবার সুন্দর পোস্টগুলো আমি দেখলাম৷ আমার নিজের পোস্টগুলো আমি দেখে নিলাম এবং দেখলাম যে আমার পোষ্টের মধ্যে কোন ভোট এসেছে কিনা৷ এর পরবর্তীতে আমি আমার পোস্ট তৈরি করার জন্য বসার চিন্তাভাবনা করছিলাম৷ এর পরবর্তীতে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম৷ ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি আমার পোস্টগুলো দেখে নিলাম৷ দেখলাম যে এখানে সবগুলো পোস্ট তৈরি করা হয়ে গিয়েছে৷ শুধুমাত্র অনু কবিতা পোস্ট তৈরি করা হয়নি৷ তাই ভাবলাম যে আজকে আপনাদের মাঝে অনু কবিতা শেয়ার করা যাক।
তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ এখানে সবগুলো অনু কবিতা লিখে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম৷ পরবর্তীতে সবগুলো অনু কবিতা লিখে নিলাম৷ অনু কবিতা সবকিছু ভালোভাবে ঠিক করে নেওয়ার পরে সবকিছু দেখে নিলাম৷ এর বানানগুলো ঠিক করে নেওয়ার পর এদের জায়গা অনুযায়ী এদেরকে বসিয়ে দিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আমি আজকে আপনাদের মাঝে যে অনু কবিতাগুলো শেয়ার করেছি সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। সব সময় আমি আপনাদের মাঝে অনু কবিতা শেয়ার করি যা আপনাদের অনেক ভালো লেগে থাকে৷ তাই আজকেও চেষ্টা করলাম খুব সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করার।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
বলতে পারিনি কত কথা,
হারিয়ে গেছে হাওয়ার সাথে।
তুমি বুঝো না কিছুই আজকাল,
সবই যায় হারিয়ে তাতে।
অনু কবিতা-২
টিনের চালে টুপটাপ শব্দ,
শুনতে শুনতে হারিয়ে যাই অনেক দূর।
তুমি বলেছিলে, “বৃষ্টি মানেই কবিতা”,
আজ সেই কথাই ছুঁয়ে যায় প্রতিটা ভোর।
অনু কবিতা-৩
আমি কাঁদি একা, কেউ জানে না,
হাসির আড়ালে ব্যথা থামে না।
দুঃখরা আসে বন্ধু সাজে,
তবুও স্বপ্ন আঁকি নতুন বাঁজে।
অনু কবিতা-৪
এই মেঘলা আকাশ আমার মন ছুঁয়ে যায়,
শান্ত এক ঘোরে হৃদয় হারিয়ে যায়।
বৃষ্টির আগে এমন এক আলোছায়া,
যেন মনে জাগায় পুরনো কিছু মায়া।
অনু কবিতা-৫
চায়ের কাপে পড়ে আছে ঠান্ডা কিছু অভিমান,
তোমার না থাকাতে হৃদয়ে বাজে বিরহ গান।
তবুও প্রতিদিন তোমায় ভালোবাসি,
তোমার অনুপস্থিতিতেও মন রাখি হাসিখুশি।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
I
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা সবসময় আপনার প্রতি আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
https://x.com/bijoy1__2024_SB/status/1942045078345990262?t=3mof_nG17PHgs15QzUhsxw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941839618170855516?t=f81OQi1OW4opUG5-65RBvQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941839124434186336?t=3ZE4RyVUeKt60UKmBW_tSA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941838894586347590?t=QzejsXd90v5UN4geU_592g&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941838578855887269?t=dm30WyOpsan2eVl5jHpcsA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941839100446920964?t=Uosi2LHUlCL4rrOtGZQLKg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941838833009807527?t=6goXGgtSh5Em67X8HGBIQA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941838565337620603?t=OX88d-Qa_9dJaKyTSMA_MA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941514367696252996?t=YEsN9JW-tB_0ZIWdYAHjZg&s=19
আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়।আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।
সবসময় আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক অনুপ্রাণিত করে।
আজকে আপনি সুন্দর টপিক নিয়ে চমৎকার পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার ছোট ছোট অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আর অনু কবিতার মাঝে নিজের ছোট্ট ছোট্ট মনের অনুভূতি প্রকাশ করা যায়। সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমার অনু কবিতা ভালো লাগে শুনে আমার কাছেও অনেক বেশি ভালো লাগলো।
ওয়াও ভাইয়া আপনি দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাইয়া।বিশেষ করে ৩ নাম্বার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে৷