যখন স্কুলে ছিলাম তখন অনেক বেশি পরিমাণে এই ডাল পুরি খাওয়া হতো। তবে এখন আর সেগুলো দেখা হয় না এবং সেগুলো খাবারও সুযোগ হয়ে ওঠে না৷ আর আজকে যেভাবে আপনি এটি তৈরি করার তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এটি আপনার কাছ থেকে দেখে একেবারে লোভনীয় মনে হচ্ছে৷ এটি আপনি যেভাবে আমাদের শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷
হা হা হা তারাতাড়ি কয়েক পিস নিয়ে খেয়ে ফেলুন, ধন্যবাদ আপনাকে।