অন্তরালের ছায়া, পর্ব ৫ : দূর্ঘটনা, না ছায়ার প্রতিশোধ?

in আমার বাংলা ব্লগ6 days ago

পর্ব ৫ : দূর্ঘটনা, না ছায়ার প্রতিশোধ?


1000107184.jpg

অর্ণব ক্লান্ত, আতঙ্কগ্রস্ত চোখে তাকিয়ে থাকে বখতিয়ারের দিকে ।
— “আমার মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে… ছায়ার মতো… হঠাৎ হঠাৎ মনে হয় যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে । আমি আর পারছি না ভাই!”
তার চোখে ভয়ের জল চিকচিক করে ।

— “আরিয়ানের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিলো না । আমি তাকে চিনি, ও এত অসতর্ক হতে পারে না, কিন্তু পুলিশ বলছে পা পিছলে পড়ে গেছে… কেস ক্লোজ!”

গভীর এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে ঘরে ।

— “তুমি কারো উপর সন্দেহ করো?” — মুন্না প্রশ্ন করে ।

— “আমি জানি না কে, কিন্তু আমার মনে হচ্ছে এটা কারো প্রতিশোধ আর হয়তো পরবর্তী টার্গেট আমি…”

এই কথা শুনে " বখতিয়ারের মাথায় যেন বাজ পড়ল!" / "চোখ কপালে উঠল!"

বখতিয়ার তখন ছায়া ইউনিটকে বলে,
— “অনন্যার বিষয়টা স্কিপ করা আমাদের ভুল হয়েছে, আমার মনে হয় অনন্যার হয়ে অনন্যার কাছের কেউ তার পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিশোধ নিচ্ছে” বখতিয়ার তখন ছায়া ইউনিটকে নির্দেশ দেয় “তাহলে সময় নষ্ট করা যাবে না । আমাদের এখন অনন্যার কাছের কেউ আছে নাকি সেটা জনতে হবে এবং আরিয়ানের মৃত্যুর পেছনের সত্যিটা খুঁজে বের করতে হবে।”

দুই দলে ভাগ হয়ে যায় ছায়া ইউনিট।

রনি ও আবিদ যায় নিশির পুরনো ম্যানেজারের কাছে ।
তারা জানতে চায় —
— “অনন্যার পরিবার কোথায় থাকে?”
— “তার কি কোনো স্বামী বা প্রেমিক ছিলো?”

ম্যানেজার একটু থেমে বলে,
— “অনন্যার একজন স্বামী ছিলো… খুব গভীর সম্পর্ক ছিলো ওদের… তবে অনন্যার মৃত্যুর পর সেই ছেলেটা যেন হাওয়া হয়ে যায় । কেউ কোনোদিন আর তাকে দেখেনি…”

রনির চোখে চিন্তার ছায়া, আবিদ তখন নোট নিচ্ছে ।

এদিকে বখতিয়ার, মুন্না ও সামিন পৌঁছে যায় ঘটনাস্থলে — ছাদে যেখানে আরিয়ানের মৃত্যু হয়েছিলো ।

তারা চারদিক খুঁটিয়ে দেখে, সামিন ড্রোন ফুটেজ এবং বিল্ডিংয়ের সিসিটিভি ফিডে চোখ রাখে ।

একটা সময় হঠাৎ সামিন বলে,
— “ভাই… একটা কিছু পেয়েছি!”

সবাই চমকে তাকায় তার দিকে।

— “পুরো কেসটাই হয়তো বদলে দিতে পারে এটা…”

— “কী পেয়েছিস?” — বখতিয়ার জিজ্ঞেস করে ।

সামিন মুচকি হেসে বলে,
— “ঠিক সময় হলে সব বলবো… এখন শুধু বলছি — ওটা দুর্ঘটনা ছিলো না…”


চলবে…


পর্ব ৬ : এর টিজার

“একটা ক্লু… একটা ছোট্ট ঘটনা… পাল্টে দিতে চলেছে সব কিছু । কিন্তু এই ক্লু কি ছায়ার কাছে পৌঁছে দিতে পারবে ছায়া ইউনিটকে?”


অন্তরালের ছায়া, পর্ব ৪ ছায়ার ভিতর লুকিয়ে থাকা আলো


লেখক পরিচিতি


আমি বখতিয়ার রশিদ — গল্প বলার ফাঁকে সময় খুঁজি, আর সময়ের ফাঁকেই খুঁজে পাই গল্প । ক্রাইম থ্রিলার হোক বা অদ্ভুত, আমি সবসময় খুঁজি মানুষ আর মনের রহস্য । ছায়া, অন্ধকার আর মানবিক টানাপোড়েনে গাঁথা আমার চরিত্ররা কখনো নায়ক নয়, কখনো খলনায়কও নয়—তারা শুধু মানুষ । আমি বিশ্বাস করি, গল্প হোক বা সিনেমা অথবা সিরিজ—প্রতিটি লাইন, প্রতিটি সংলাপ একটা জীবন্ত স্পর্শ ছুঁয়ে দিক পাঠকের হৃদয়ে । কেননা
—“ছায়ার আড়ালে লুকিয়ে থাকে গল্প… আর সেই গল্প খোঁজে বখতিয়ার।”