রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ14 days ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । ফটোগ্রাফি আমার অনেক শখের জিনিস, আমি সবসময় ফটোগ্রাফি করার চেষ্টা করি, আমি আমার এই ফটোগ্রাফির দক্ষতা আরো বাড়াতে চাই যার কারণে আমি বেশিরভাগ সময় ফটোগ্রাফি করতে ভালোবাসি । আজকে আমি আপনাদের মাঝে আমার তুলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগবে ।


1000096464.jpg

1000096463.jpg

1000096467.jpg


রঙ্গন ফুল


এটি সাধারণত গুচ্ছ আকারে ফোটে অর্থাৎ একসাথে অনেকগুলো ফুল ফুটে, এই ফুলগুলো সাধারণত লাল রঙের হয় এছাড়াও হলুদ এবং গোলাপি রঙের হয় । এটির পাতাগুলো দেখতে বেশ সুন্দর হয়, এই গাছটি আমার বাগানে অনেকদিন ধরেই রয়েছে তবে বেশ কিছুদিন ধরে এই গাছের মধ্যে ফুল হচ্ছিল না । কিন্তু বেশ কিছুদিন বৃষ্টি হওয়ায় এই গাছটা আবারও তাজা হয়ে গেছে এবং এই গাছের মধ্যে আলহামদুলিল্লাহ বেশ ভালো ফুল হচ্ছে, আমি এটির যত্ন নেওয়ার চেষ্টা করছি ।

1000096459.jpg

1000096457.jpg

1000096445.jpg


টগর ফুল


এই ফুল গাছটি আমার বাগানে বেশ অনেকদিন ধরেই রয়েছে, এই ফুল গাছের মধ্যে সর্বদাই বেশ অনেকগুলো ফুল একসাথে ফোটে যেটার জন্য আমার বাগানটা আরো আকর্ষণীয় হয়ে যায় । আমি মাঝেমধ্যেই টগর গাছের ডাল গুলো পর্যবেক্ষণ করি এবং যত্ন নেই, টগর ফুলের গাছ গুলো সাধারণত তিন থেকে চার ফুট লম্বা হয় কিন্তু আমার এই টগর ফুলের গাছটা বেশ লম্বা । আমার বাগানের এই টগর ফুল গাছটি মোটামুটি ৮ থেকে ৯ ফুট লম্বা হবে, যার কারণে এটার ফটোগ্রাফি করতে আমার একটু অসুবিধা হয় ।

1000096217.jpg

1000096209.jpg

1000096208.jpg


মেঘলা আকাশ


আমি প্রায়ই বিকালবেলা হাঁটতে বের হই, এটা আমরা কাছে খুব বেশি ভালো লাগে, বিকেল বেলায় হাটঁতে বের হলে আমার মন মানসিকতা বেশ ভালো থাকে । আমি বিকেলবেলায় হাঁটতে বের হই প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য, বৃষ্টির সময় প্রকৃতিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে, বিশেষ করে আকাশ । মেঘলা আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে আর এই মেঘলা আকাশ প্রকৃতিকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলে । ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।


ছবির বিবরণ


ডিভাইসvivo V27e
সংস্করণAndroid-15
ক্লিক@bokhtiar1444
অবস্থানকিশোরগঞ্জ, ঢাকা

1000080765.jpg

Sort:  
 14 days ago 
 14 days ago 

Quotes :

1000097030.jpg

Retweete & react :

1000097031.jpg

Tweet comment :

1000097032.jpg

Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1937000294048743681?t=kL97wu8v4oplRwJMNkWi7g&s=19

1000097033.jpg

Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/362707278

1000097037.jpg

Pussfi boost :

1000097038.jpg

 14 days ago 

বাহ আপনি তো বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে আমার।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 13 days ago 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে।

 13 days ago 

আজকে আপনি ভিন্ন রকম ভিন্ন রকম কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে রঙ্গন ফুল এবং মেঘলা আকাশের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 12 days ago 

আপনার একের পর এক ফটোগ্রাফিগুলো একেবারে চমৎকার হয়ে থাকে৷ সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন তা দেখে আমার অনেক বেশি ভালো লাগে৷ আর আজকে যেভাবে আপনি এখানে এত সুন্দর করে এই ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই৷ এর মধ্যে টগর ফুলের ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে৷